ফুল চার্জে চলবে ছ’দিন, Oukitel WP15 বাজারে আসতেই সাড়া ফেলে দিল

চীন মোবাইল ব্র্যান্ড Oukitel সম্প্রতি মার্কিন বাজারে WP15 নামের একটি রগড ডিজাইনের স্মার্টফোন লঞ্চ করেছে। সদ্য লঞ্চের মুখ দেখা এই হ্যান্ডসেটের বাহ্যিক লুক যেমন ‘রাফ-টাফ’, তেমনি এর অভ্যন্তরীণ ফিচারগুলিও আকর্ষণের বিষয়বস্তু হয়ে উঠেছে। Oukitel WP15 স্মার্টফোনের মূল বিশেষত্বের কথা বললে, এটি ১৫,৬০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা একটানা ৬ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া, ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট, ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ, IP68-IP69K রেটিং, রিভার্স চার্জিং টেকনোলজির মত আরো অনেক বিশেষ ফিচার রয়েছে।

Oukitel WP15 স্পেসিফিকেশন

Oukitel WP15 স্মার্টফোনের মূল আকর্ষণ অবশ্যই এর ১৫,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। এটি ৬ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। আর ফুল চার্জ হতে সময় নেবে পুরো ৫ ঘন্টা। এই ফোন, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সাথে, রিভার্স চার্জিং টেকনোলজি সামিল থাকায়, হ্যান্ডসেটের মাধ্যমে অন্যান্য ডিভাইসকেও চার্জ করা যাবে।

Oukitel WP15 স্মার্টফোনে আছে একটি ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর দ্বারা চালিত হবে। আর এতে ডিফল্ট রূপে থাকবে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

রগড ডিজাইনের এই টেকসই স্মার্টফোনটি IP68 এবং IP69K রেটিং প্রাপ্ত। ফলে এটি ধুলো-জল রোধী। এমনকি, ১.৫ মিটার গভীরতা পর্যন্ত জলে ডুবে থাকলেও এই ফোন সহজে নষ্ট হবে না। এবার আসা যাক ফোনটির ক্যামেরা ফ্রন্টের প্রসঙ্গে। ফটোগ্রাফির জন্য এতে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ০.৩ মেগাপিক্সেল ভার্চুয়াল সেন্সর সহ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। আর সেলফি ক্লিক করার জন্য রয়েছে একটি এআই (AI) ফ্রন্ট-ফেসিং সেন্সর।

Oukitel WP15 দাম ও অফার

Oukitel WP15 স্মার্টফোনের দাম ২৯৯.৯৯ ডলার, যা প্রায় ২২,২৮৩ টাকার সমান। তবে লঞ্চ অফারে প্রথম ১০০ জন গ্রাহক এই স্মার্টফোনের সাথে একটি স্মার্টওয়াচ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। আর, ১০১ থেকে ৬০০ সিরিয়াল নম্বরের মধ্যে থাকা ক্রেতাদের একটি ইয়ারবাড ফ্রি দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন