3 দিনের মধ্যেই 2.5 লক্ষ বুকিং! Samsung Galaxy S24 সিরিজ কিনতে উন্মাদ দেশবাসী

Samsung Galaxy S24 সিরিজ গত সপ্তাহে ধুমধাম করে লঞ্চ হয়েছে। তারপরেই ভারতে এই সিরিজের তিনটি ফোন – Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra…

Samsung Galaxy S24 সিরিজ গত সপ্তাহে ধুমধাম করে লঞ্চ হয়েছে। তারপরেই ভারতে এই সিরিজের তিনটি ফোন – Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra এর প্রি-বুকিং শুরু হয়। সংস্থার তরফে এখন জানানো হয়েছে, নয়া ফ্ল্যাগশিপ ফোনগুলির প্রতি ক্রেতাদের আগ্রহ ও চাহিদা দেখে তারা নিজেরাও হতবাক। এমনকি S24 সিরিজের কতগুলি ফোন ভারতে অগ্রিম বুক হয়েছে, তার পরিসংখ্যানও প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটি।

Samsung Galaxy S24 সিরিজ প্রি-বুকিংংয়ে নতুন রেকর্ড গড়ল

স্যামসাংয়ের ভারতীয় শাখা একটি প্রেস বিজ্ঞপ্তিতে গ্যালাক্সি এস২৪ লাইনআপের অবিশ্বাস্য কৃতিত্বের কথা জানিয়েছে। সংস্থার দাবি, তিন দিনের মধ্যে ২,৫০,০০০ ইউনিট প্রি-বুক করা হয়েছে। যা পূর্বসূরি গ্যালাক্সি এস২৩ সিরিজকেও ছাড়িয়ে গিয়েছে। গত বছর তিন সপ্তাহে অত পরিমাণ বুকিং পেয়েছিল এস২৩ সিরিজ। তবে, দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি নির্দিষ্ট করে বলেনি যে স্যামসাং গ্যালাক্সি এস২৪, গ্যালাক্সি এস২৪ প্লাস এবং এস২৪ আল্ট্রা-এর মধ্যে কোনটি সবচেয়ে বেশি প্রি-বুক হয়েছে।

ভারতে Samsung Galaxy S24 সিরিজের দাম

স্ট্যান্ডার্ড স্যামসাং গ্যালাক্সি এস২৪ মডেলটি ভারতে তিনটি বিকল্পে পাওয়া যায়, এগুলি হল – ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এগুলির দাম যথাক্রমে ৭৯,৯৯৯ টাকা, ৮৯,৯৯৯ টাকা এবং ৯৯,৯৯৯ টাকা। ফোনটিকে অনিক্স ব্ল্যাক, অ্যাম্বার ইয়েলো এবং কোবাল্ট ভায়োলেট কালারে বেছে নেওয়া যাবে।

অন্যদিকে, Samsung Galaxy S24+ ফোনটি ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভার্সনে উপলব্ধ। মডেলগুলির দাম যথাক্রমে ১,০৯,৯৯৯ টাকা এবং ১,২৯,৯৯৯ টাকা। Galaxy S24+ অনিক্স ব্ল্যাক এবং কোবাল্ট ভায়োলেট – কালার অপশনে মিলবে।

আর Galaxy S24 Ultra তিনটি সংস্করণে পাওয়া যাবে – ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ। দাম যথাক্রমে ১,২৯,৯৯৯ টাকা, ১,২৯,৯৯৯ টাকা এবং ১,৫৯,৯৯৯ টাকা। এটি তিনটি কালারে পাওয়া যায় – টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে এবং টাইটানিয়াম ভায়োলেট।