Samsung এর হাত ধরে আরও সুরক্ষিত হচ্ছে স্মার্টফোন, আসছে নতুন ফিঙ্গারপ্রিন্ট সেন্সিং প্রযুক্তি

স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের (Fingerprint Sensor) আগমন বেশ কয়েক বছর আগেই ঘটেছে। যদিও আগে অপেক্ষাকৃত উচ্চমূল্যের ডিভাইসে এটির দেখা মিলতো, তবে ইদানীংকালে অধিকাংশ হ্যান্ডসেটেই এই সুরক্ষা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইউজারদের ফোনে মজুত থাকা যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য যাতে আগাগোড়া সুরক্ষিত থাকে, তার জন্য এখন অনেক বাজেট রেঞ্জের স্মার্টফোনেও ব্যবহৃত হচ্ছে এই টেকনোলজি। আর ব্যবহারকারীদের সুবিধার্থে ফোনে আরও উন্নত মানের প্রযুক্তি প্রয়োগ করার জন্য নির্মাতা সংস্থাগুলি অহরহ পরিশ্রম করে চলেছে। সেক্ষেত্রে সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে Samsung একটি নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে, যা স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট লগ-ইনকে এই মুহূর্তে ডিভাইসে ব্যবহৃত ফিঙ্গারপ্রিন্ট সেন্সিং প্রযুক্তির চেয়ে অনেক বেশি নিরাপদ করে তুলবে। কিন্তু ঠিক কীভাবে ব্যবহারকারীরা পাবেন এই অতিরিক্ত স্তরের সুরক্ষা? আসুন জেনে নিই।

এবার এক নয়, বরং একাধিক আঙুলের ছাপ ব্যবহার করে আনলক করা যাবে স্মার্টফোন

আপনাদেরকে জানিয়ে রাখি, বিদ্যমান ফিঙ্গারপ্রিন্ট সেন্সিং প্রযুক্তিতে মূলত একটি ছোটো স্ক্যানার ব্যবহৃত হয়, যার ফলে একবারে কেবলমাত্র একটি আঙুলের ছাপ স্ক্যান হয়। তবে স্যামমোবাইল (SamMobile)-এর একটি প্রতিবেদন অনুসারে, স্যামসাং হালফিলে একটি নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে, যার সুবাদে পুরো ওএলইডি (OLED) ডিসপ্লেটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে পরিণত হবে। এর ফলে ব্যবহারকারীরা একযোগে একাধিক আঙুলের ছাপ ব্যবহার করতে সক্ষম হবেন। খুব স্বাভাবিকভাবেই এর দৌলতে ইউজারদের সুরক্ষার দিকটি যে আগামী দিনে আরও পাকাপোক্ত হতে চলেছে, সেকথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Samsung-এর এই নয়া উদ্যোগ ইউজারদেরকে ২.৫ বিলিয়ন গুণ বেশি নিরাপদ করে তুলবে

স্যামসাংয়ের মতে, আসন্ন টেকনোলজিটি ফিঙ্গারপ্রিন্ট লগ-ইনকে এই মুহূর্তে ব্যবহৃত প্রযুক্তির চেয়ে ২.৫ বিলিয়ন গুণ বেশি নিরাপদ করে তুলবে। জানা গিয়েছে যে, দক্ষিণ কোরিয়ান টেক জায়েন্টটি আগামী কয়েক বছরের মধ্যে তাদের স্মার্টফোনে এই প্রযুক্তির ব্যবহার শুরু করতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে, স্যামসাং ডিসপ্লে (Samsung Display) এই বছরের শুরুতে ঘোষণা করেছিল যে, তারা পরবর্তী প্রজন্মের ডিসপ্লেগুলির জন্য ‘ওএলইডি ২.০’ (OLED 2.0) নামক একটি অল-ইন-ওয়ান ফিঙ্গারপ্রিন্ট সেন্সিং সলিউশন তৈরি করছে। রিপোর্ট অনুযায়ী, স্যামসাং ওএলইডি ২.০ ডিসপ্লেতে একটি উন্নত ফিঙ্গারপ্রিন্ট সেন্সিং প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকতে পারে, যা স্মার্টফোনগুলিকে একবারে একাধিক আঙুলের ছাপ স্ক্যান করতে সক্ষম করবে।

একসাথে একাধিক আঙুলের ছাপ স্ক্যান করার জন্য ব্যবহৃত হবে OPD টেকনোলজি

প্রসঙ্গত জানিয়ে রাখি, একবারে একাধিক আঙুলের ছাপ স্ক্যান করতে পারার জন্য স্যামসাংয়ের ওএলইডি ২.০-এর অভ্যন্তরে ওপিডি (OPD অর্থাৎ অর্গ্যানিক ফটো ডায়োড) প্রযুক্তি ব্যবহার করা হবে, যা আইএসওআরজি (ISORG) নামক একটি ফরাসি সংস্থা কর্তৃক বিকশিত। এই প্রযুক্তিতে একটি খুব পাতলা কম্পোনেন্ট সেন্সর ব্যবহৃত হবে, যেটিকে ওএলইডি ডিসপ্লেতে ল্যামিনেট করা যেতে পারে, এবং এর সুবাদেই স্ক্রিনটি মাল্টি-ফিঙ্গারপ্রিন্ট সেন্সিংয়ে সক্ষম হবে। এই প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসওআরজি-র সিইও ডিয়েটার মে (Dieter May) জানিয়েছেন যে স্যামসাং, কোম্পানির প্রযুক্তির ইন-সেল ভার্সন ব্যবহার করার পরিকল্পনা করছে। তাই ওএলইডি ডিসপ্লের মধ্যে সেন্সর এবং কলিমেটর উভয়ই প্রয়োগ করা হবে বলে আশা করা হচ্ছে, যা ইউজারদের সুরক্ষার জন্য খুবই ফলদায়ক।

আগামী কয়েক বছরের মধ্যেই মার্কেটে এই প্রযুক্তির আগমন ঘটবে

সাক্ষাৎকারে ISORG-র সিইও আরও জানিয়েছেন যে, একটিমাত্র আঙুলের ছাপ থাকলে ইউজারদের সুরক্ষা অনেকক্ষেত্রেই বড়োসড়ো ঝুঁকির সম্মুখীন হতে পারে। তবে OPD প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীরা একসাথে চারটি আঙুলের ছাপ ব্যবহার করতে পারবেন। ফলে সিঙ্গেল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের তুলনায় এই টেকনোলজি ইউজারদেরকে ২,৫০০ মিলিয়ন গুণ অতিরিক্ত নিরাপত্তা প্রদান করতে সক্ষম। এখন প্রশ্ন হল, কবে মার্কেটে এই চমকপ্রদ প্রযুক্তির আগমন ঘটবে? এর জবাবে ISORG-এর সিইও বলেছেন যে, ২০২৩ সালে OPD প্রযুক্তির সার্বিক বিকাশের জন্য সংস্থাটি জোরকদমে কাজ করা শুরু করবে, এবং ২০২৫ সালের মধ্যে Samsung-এর স্মার্টফোনগুলিতে এটির দেখা মিলবে।

Tech Gup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Yuvraj Singh: কোচ হিসেবে অভিষেক হতে চলেছে যুবরাজের, আইপিএল ২০২৫ এর জন্য এই দল‌ থেকে পেলেন অফার

আন্তর্জাতিক এবং আইপিএলের মঞ্চ থেকে অবসর নেওয়ার পর একাধিক ভারতীয় তারকা ক্রিকেটার কোচ হিসাবেও যথেষ্ট…

2 hours ago

24 ক্যারাট সোনা দিয়ে তৈরি এই Samsung স্মার্টফোন, কত দাম অনুমান করুন দেখি

অ্যাপল (Apple) এবং স্যামসাং (Samsung) এর ফ্ল্যাগশিপ ফোনের লাক্সারি কাস্টম এডিশন বানানোর জন্য সুপরিচিত ব্র্যান্ড,…

3 hours ago

Best 108MP Camera Smartphone: দাম শুরু 9 হাজার টাকা থেকে, সেরা 3 স্মার্টফোন দেখে নিন

আপনি যদি কম দামে সেরা ক্যামেরা স্পেসিফিকেশনের ফোন কিনতে চান, তবে অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টে…

3 hours ago

অতিসস্তায় ভারতে ঝড় তুলতে আসছে 8GB র‌্যামের এই ফোন, ফুল চার্জে চলবে 60 দিন পর্যন্ত

Tecno Spark Go 1 এই সপ্তাহের শুরুতে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে। এবার ভারতে সাড়া ফেলতে…

5 hours ago

Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে…

6 hours ago

স্প্লেন্ডরের দ্বিগুণ! 23 লিটারের ফুয়েল ট্যাংক এই মোটরসাইকেলে, লঞ্চের আগে শুরু বুকিং

BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW…

7 hours ago