10MP থেকে একলাফে 50MP! চমকে দেবে Samsung Galaxy S24 Ultra-র ক্যামেরা

স্যামসাং (Samsung) গত ফেব্রুয়ারি মাসে তাদের ফ্ল্যাগশিপ Galaxy S23 সিরিজের স্মার্টফোনগুলি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। তবে যেহেতু দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির প্রিমিয়াম S-সিরিজের ডিভাইসগুলিকে নিয়ে স্মার্টফোন…

স্যামসাং (Samsung) গত ফেব্রুয়ারি মাসে তাদের ফ্ল্যাগশিপ Galaxy S23 সিরিজের স্মার্টফোনগুলি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। তবে যেহেতু দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির প্রিমিয়াম S-সিরিজের ডিভাইসগুলিকে নিয়ে স্মার্টফোন প্রেমীদের মধ্যে আলাদা উন্মাদনা সবসময়ই দেখা যায়, তাই Galaxy S23 Ultra লঞ্চের আগে থেকেই এর উত্তরসূরি Galaxy S24 Ultra মডেলটিকে নিয়ে নানা গুজব ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। স্যামসাংয়ের এই পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ সস্মার্টফোনটির সম্পর্কে বেশ কিছু বিবরণ গত কয়েক মাসে ফাঁস হয়েছে। আর এখন Galaxy S24 Ultra-এর ক্যামেরা সম্পর্কিত কিছু আকর্ষণীয় তথ্য প্রকাশ্যে এসেছে। সূত্র অনুসারে, ডিভাইসটিতে একটি নতুন জুম ক্যামেরা থাকবে।

Samsung Galaxy S24 Ultra-এর আসতে পারে নতুন জুম ক্যামেরার সাথে

জনপ্রিয় টিপস্টার আইস ইউনিভার্স গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এর উত্তরসূরি সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য শেয়ার করেছেন। তার দাবি, গ্যালাক্সি এস২৪ আল্ট্রা-এ ৩x জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকবে। প্রসঙ্গত, বর্তমান-প্রজন্মের মডেলটিতে ১০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর রয়েছে।

এর আগে শোনা যাচ্ছিল, স্যামসাং ৫x অপটিক্যাল জুম লেন্স দিয়ে ৩x লেন্সটিকে প্রতিস্থাপন করবে। কিন্তু সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সেন্সর আপগ্রেড হলেও, এতে একই ৩x লেন্স উপস্থিত থাকবে। তবে উচ্চতর মেগাপিক্সেল সমৃদ্ধ সেন্সর ৩x-৯x স্তরে আরও ভাল জুম শট প্রদান করতে সক্ষম হবে।

এছাড়া আগের রিপোর্ট অনুযায়ী, Galaxy S24 Ultra-এ পূর্বসূরির মতোই ২০০ মেগাপিক্সেলের ISOCELL HP2 প্রাইমারি সেন্সরটি ব্যবহার করা হবে। এমনকি, এতে একই ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে বলে জানা গেছে। কিন্তু অন্যান্য ক্যামেরা সম্পর্কে কোনও নির্দিষ্ট বিবরণ এখনও সামনে আসেনি। তবে শোনা যাচ্ছে, Samsung Galaxy S24 Ultra একটি টাইটানিয়াম ফ্রেম, Qualcomm Snapdragon 8 Gen 3 / Exynos 2400 চিপসেট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে বাজারে আত্মপ্রকাশ করবে।