Tecno Spark 8C বড় ডিসপ্লে ও দুর্দান্ত ক্যামেরা ফিচার সহ লঞ্চ হল, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

স্মার্টফোন সংস্থা টেকনো তাদের স্পার্ক ৮ সিরিজের অধীনে নতুন Tecno Spark 8C বাজেট স্মার্টফোনটি বাজারে লঞ্চ করলো। এই ফোনে রয়েছে, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে,…

স্মার্টফোন সংস্থা টেকনো তাদের স্পার্ক ৮ সিরিজের অধীনে নতুন Tecno Spark 8C বাজেট স্মার্টফোনটি বাজারে লঞ্চ করলো। এই ফোনে রয়েছে, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা ইউনিট, ইউনিসক চিপসেট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে এই সিরিজের Tecno Spark 8 মডেলটি উন্মোচন করে সংস্থা। তারপর অক্টোবরে Tecno Spark 8P এবং নভেম্বরে Tecno Spark 8 Pro ফোনগুলি বাজারে আত্মপ্রকাশ করে। এখন নতুন বছরে শুরুতেই সিরিজের চতুর্থ মডেল হিসেবে বাজারে পা রাখলো Tecno Spark 8C। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই ফোনের দাম ও সকল স্পেসিফিকেশনগুলি।

টেকনো স্পার্ক ৮সি – এর স্পেসিফিকেশন ও ফিচার (Tecno Spark 8C Specifications and Features)

টেকনো স্পার্ক ৮সি ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির এইচডি+ (৭২০ × ১,৬৪২ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক হাইওএস ৭.৬ (HiOS 7.6) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Tecno Spark 8C ফোনের ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা ইউনিট। এর মধ্যে উপস্থিত রয়েছে এফ/১.৮ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি এআই (AI) লেন্স। ফোনের সামনে সেলফি ভিডিও কলিংয়ের জন্য এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান।

ক্যামেরা মডিউলটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে। Tecno Spark 8C বেশ কিছু ফটোগ্রাফি ফিচার অফার করে। যেমন- বোকেহ এফেক্ট, এআই (AI) সিন রিকগনিশন, প্যানোরামা, এইচডিআর (HDR) মোড, এআর (AR) স্টিকার এবং 1080p টাইম-ল্যাপস ফটোগ্রাফি।

টেকনোর এই নতুন স্মার্টফোনটির অফিসিয়াল লিস্টিংয়ে প্রসেসর সম্পর্কীত কোনও তথ্য উল্লকেহ করা হয়নি। তবে মনে করা হচ্ছে, এতে পারফরম্যান্সের জন্য ইউনিসক টি৬০৬ (Unisoc T606) চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ২ জিবি / ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ বাজারে এসেছে। আবার মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ সম্প্রসারণ করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Spark 8C মডেলে দেওয়া হয়েছে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও এই ফোনে রয়েছে, ডিটিএস (DTS) সারাউন্ড সাউন্ড, এক্সটেন্ডেড র‍্যাম, মাইক্রোএসডি কার্ড স্লট এবং এনএফসি (NFC)। Tecno Spark 8C হ্যান্ডসেটটি একটি চিত্তাকর্ষক ব্যাক ডিজাইন সহ এসেছে।

টেকনো স্পার্ক ৮সি – এর দাম ও লভ্যতা (Tecno Spark 8C Price and Availability)

সংস্থার তরফে এখনও টেকনো স্পার্ক ৮সি ফোনের দাম ও লভ্যতা সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে জানা যাচ্ছে, এই ফোনটি ২ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৩ জিবি + ৬৪ জিবি স্টোরেজ – এই দুই মেমারি কনফিগারেশনে বাজারে উপলব্ধ‌ হবে এবং এটি টারকোয়েজ সায়ান, ম্যাগনেট ব্ল্যাক, আইরিস পার্পল এবং ডায়মন্ড গ্রে কালার অপশনের মধ্যে থেকে বেছে নেওয়া যাবে।