ফোনের সাথে ল্যাপটপও হবে চার্জ, বাজারে উপলব্ধ সেরা ৫টি ৩০,০০০ এমএএইচ পাওয়ার ব্যাঙ্ক সম্পর্কে জেনে নিন

যত দিন যাচ্ছে মার্কেটে পাওয়ার ব্যাঙ্কের চাহিদা এবং বিক্রি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে একটি নিত্যপ্রয়োজনীয় ডিভাইস হিসেবে অধিকাংশ মানুষেরই বাড়িতে জায়গা করে নিয়েছে পাওয়ার ব্যাঙ্ক।…

যত দিন যাচ্ছে মার্কেটে পাওয়ার ব্যাঙ্কের চাহিদা এবং বিক্রি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে একটি নিত্যপ্রয়োজনীয় ডিভাইস হিসেবে অধিকাংশ মানুষেরই বাড়িতে জায়গা করে নিয়েছে পাওয়ার ব্যাঙ্ক। যেকোনো গ্যাজেটে শক্তিশালী ব্যাটারি থাকলেও সারাদিন বাড়ির বাইরে কাজে ব্যস্ত থাকাকালীন যদি হঠাৎ করে চার্জ ফুরিয়ে যায়, তাহলে তখন ত্রাতারূপে অবতীর্ণ হয় এই ডিভাইস। ফলে ইউজারদের চাহিদার কথা মাথায় রেখে বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ব্যাটারি সাইজের পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যায়। তবে এই মুহূর্তে ভারতীয় বাজারে সবচেয়ে শক্তিশালী হল ৩০,০০০ এমএএইচ ব্যাটারিযুক্ত পাওয়ার ব্যাঙ্ক। সেক্ষেত্রে আপনিও যদি এই গ্যাজেট কিনতে চান, তবে আজকের প্রতিবেদনে আমরা সেরা পাঁচটি ৩০,০০০ এমএএইচ পাওয়ার ব্যাঙ্কের কথা আপনাদেরকে জানাতে চলেছি যেগুলিতে টাইপ-সি পোর্ট থাকবে এবং এদের সাহায্যে ল্যাপটপও অনায়াসে চার্জ দেওয়া যাবে। তাহলে চলুন, শক্তিশালী পাওয়ার ব্যাঙ্কের তালিকাটির ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

সেরা পাঁচটি ৩০,০০০ এমএএইচ পাওয়ার ব্যাঙ্ক

Mi 30000 mAh Power Bank: Mi Boost Pro নামক পাওয়ার ব্যাঙ্কটিতে রয়েছে ৩০,০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। অতিরিক্ত গরম এবং শর্ট সার্কিট সম্পর্কিত বিপদের সম্ভাবনা রোধ করতে এটিতে ১৬ স্তরীয় অত্যাধুনিক সার্কিট প্রোটেকশন বিদ্যমান। Mi Boost Pro-এ মোট চারটি পোর্ট রয়েছে যার মধ্যে দুটি ইউএসবি টাইপ-এ, একটি টাইপ-সি পোর্ট এবং একটি মাইক্রো-ইউএসবি পোর্ট। এর টাইপ-সি পোর্টটি ইনপুট পোর্টের পাশাপাশি একটি আউটপুট পোর্ট হিসেবেও কাজ করে এবং এটি পিডি ৩.০ (পাওয়ার ডেলিভারি) সাপোর্ট করতে সক্ষম। এই পাওয়ার ব্যাঙ্কটি ডুয়াল ইনপুট, অর্থাৎ টাইপ-সি পোর্টের মাধ্যমে ২৪ ওয়াট পর্যন্ত ও মাইক্রো-ইউএসবি পোর্টের মাধ্যমে ১৮ ওয়াট পর্যন্ত ইনপুট সাপোর্ট করে।

শাওমি জানিয়েছে যে, এটিকে ২৪ ওয়াট পিডি চার্জার দিয়ে চার্জ করা হলে ফুল চার্জ হতে প্রায় ৭ ঘন্টা সময় লাগবে। আবার আউটপুটের জন্য এই ডিভাইসটিতে দুটি ইউএসবি টাইপ-এ এবং একটি টাইপ-সি পোর্ট রয়েছে, যেগুলির সাহায্যে এটি একইসাথে ৩টি ডিভাইস চার্জ করতে পারে। এই পাওয়ার ব্যাঙ্কটির দাম ২,৪৯৯ টাকা।

Syska 30000 mAh Power Bank: Syska-র ৩০,০০০ এমএএইচ পাওয়ার ব্যাঙ্কে ১৮ ওয়াট ক্যুইক চার্জ ৩.০ এবং পাওয়ার ডেলিভারি ২.০ ফিচার বিদ্যমান। এটিতে তিনটি আউটপুট পোর্ট এবং শর্ট সার্কিট সংক্রান্ত সমস্যার হাত থেকে সুরক্ষার জন্য ১২ স্তরীয় অত্যাধুনিক সার্কিট প্রোটেকশন রয়েছে। মার্কেটে এটি ২,২৪৯ টাকায় কেনা যাবে।

UBON PB-X33 Jumbo Power Bank: এই পাওয়ার ব্যাঙ্কে ৩০,০০০ এমএএইচ ব্যাটারি ছাড়াও রয়েছে ৩ ইন ১ চার্জিং পোর্ট (দুটি ইউএসবি / টাইপ সি / মাইক্রো ইউএসবি)। এটির সাহায্যে আপনি আইফোন, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ছাড়াও অন্যান্য অনেক ডিভাইস চার্জ করতে পারবেন। ডিভাইসটি কিনতে হলে খরচ পড়বে ২,১৪৯ টাকা।

Romoss 30000 mAh Power Bank: Romoss-এর এই পাওয়ার ব্যাঙ্কে ৩০,০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি ছাড়াও রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এটিতে টাইপ-সি, মাইক্রো এবং লাইটনিং পোর্ট বিদ্যমান। এই পাওয়ার ব্যাঙ্কের দাম পড়বে ৩,২৯০ টাকা।

Ambrane 30000 mAh Power Bank: অ্যামব্রেনের ৩০,০০০ এমএএইচ পাওয়ার ব্যাঙ্কের দাম ২,৪৪৯ টাকা। এই ডিভাইসটির ওজন ৫৩৪ গ্রাম এবং এতে ক্যুইক চার্জ ৩.০ সাপোর্টও রয়েছে। এই পাওয়ার ব্যাঙ্কে এলইডি লাইট ছাড়াও টাইপ-সি পোর্ট এবং মাইক্রো ইউএসবি পোর্ট দেখা যাবে।