Moto G50 5G দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে Dimensity 700 প্রসেসর ও ৯০ হার্টজ ডিসপ্লে

অস্ট্রেলিয়ার বাজারে অবশেষে আত্মপ্রকাশ ঘটল Moto G50 5G-এর। কয়েক সপ্তাহ ধরেই Saipan কোডনামের এই ফোনটি নিয়ে নানা জল্পনা চলছিল। স্পেসিফিকেশনের নিরিখে, মার্চে লঞ্চ হওয়া Moto G50-এর সাথে আসন্ন এই ডিভাইসের কিছুটা মিল থাকবে বলে দাবি করা হয়েছিল। আজ অস্ট্রেলিয়ায় মোটোরোলার অফিসিয়াল ঘোষণার পর দেখা গেল, সে দাবি যথাযথ। প্রসেসর ও ক্যামেরায় ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জায়গা পাল্টানো হয়েছে৷ ব্যস, এগুলো বাদ দিলে, অরিজিনাল Moto G50 ও এখন অফিসিয়ালি লঞ্চ হওয়া Moto G50 5G-এর মধ্যে ফারাক খোঁজা মুশকিল।

Moto G50 5G স্পেসিফিকেশন

মোটো জি৫০ ৫জি ফোনে ৬.৫ ইঞ্চি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজোলিউশন এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল), পিক্সেল ডেনসিটি ২৬৯ পিপিআই, এবং রিফ্রেশ রেট ৯০ হার্টজ। অরিজিনাল মোটো জি৫০ ফোনে এন্ট্রি লেভেল স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছিল। তবে মোটো জি৫০ ৫জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর রয়েছে৷ ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ কনফিগারেশনে ফোনটি এসেছে।

এছাড়া মোটো জি৫০ ৫জি-এর পিছনে ট্রিপল ক্যামেরা থাকছে। প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেলের। ম্যাক্রো ও ডেপ্থ সেন্সর হিসেবে রয়েছে একজোড়া ২ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে Moto G50 5G ফোনে, এটি ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য, ফোনের পাওয়ার বাটন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হয়েছে।

Moto G50 5G দাম

মোটো জি৫০ ৫জি-এর দাম রাখা হয়েছে ৩৯৯ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ২১,৫০০ টাকা)। ফোনটি মিটিওরাইট গ্রে কালার অপশনে উপলব্ধ। মোটো জি৫০ ৫জি অন্যান্য মার্কেটে কবে আসবে সে সম্পর্কে কোনো তথ্য আপাতত নেই।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন