25 হাজার টাকার কমে ভালো মোবাইল ফোন, Realme, Samsung, Nothing আছে লিস্টে

বর্তমানে ২৫,০০০ টাকার মধ্যে অত্যাধুনিক ফিচার সহ নানান রকম ব্র্যান্ডেড স্মার্টফোন বাজারে উপলব্ধ। তবে আপনি যদি এই রেঞ্জের কোনো স্মার্টফোন খুঁজে থাকেন, কিন্তু নিজের জন্য…

বর্তমানে ২৫,০০০ টাকার মধ্যে অত্যাধুনিক ফিচার সহ নানান রকম ব্র্যান্ডেড স্মার্টফোন বাজারে উপলব্ধ। তবে আপনি যদি এই রেঞ্জের কোনো স্মার্টফোন খুঁজে থাকেন, কিন্তু নিজের জন্য সেরা মডেলটি নির্বাচন করতে অসমর্থ হন, তাহলে আজ এই প্রতিবেদনে আপনার এই সমস্যার সমাধান নিশ্চয়ই পেয়ে যাবেন। কারণ আজ আমরা এখানে এই রেঞ্জের মধ্যে Motorola, Redmi, Samsung, Poco এবং Nothing এর স্মার্টফোনগুলির সম্পর্কে জানাবো। যার পর আপনি খুব সহজেই নিজের পছন্দের ডিভাইসটি বেছে নিতে পারবেন।

25 হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোনের লিস্ট

১) Motorola G34

মোটোরলার এই হ্যান্ডসেটটির ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট-এর বর্তমান মূল্য ১০,৯৯৯ টাকা। আর এর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট-এর জন্য অতিরিক্ত ১,০০০ টাকা খরচা করতে হবে।

২০২৩ সালের ডিসেম্বরে লঞ্চ হওয়া এই ডিভাইসটিতে আছে কোয়ালাকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি চিপসেট। আর আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি স্ক্রিন। এছাড়াও, এতে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ২ মেগাপিক্সেল ম্যাক্রো রিয়ার সেন্সর।

২) Nothing Phone 2a

সদ্য লঞ্চ হওয়া নাথিং-এর এই ডিভাইসটি এই তালিকার অন্যতম সেরা ফোন, যা অনন্য ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল সহ লঞ্চ হয়েছে। আর নাথিং-এর এই স্মার্টফোনটি এখন পাওয়া যাবে ২৩,৯৯৯ টাকায়।

Nothing Phone 2a হ্যান্ডসেটে পারফরম্যান্সের জন্য আছে মিডিয়াটেক ডাইমেনশন ৭,২০০ চিপসেট। আর ক্যামেরা হিসেবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স উপস্থিত। যার সাহায্যে আপনি দুর্দান্ত ছবি ক্যাপচার করতে পারবেন। সংস্থার দাবি ভবিষ্যতে ডিভাইসটি আপডেট পাওয়ার পর আরও বেশ কিছু ক্যামেরার ফিচার পাবে। এছাড়াও, এই হ্যান্ডসেটে আবার পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারিও দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই ডিভাইসে একটি প্লাস্টিকের ব্যাক প্যানেল এবং পিছনে গ্লিফ এলইডি ফ্ল্যাশও দেওয়া হয়েছে।

৩) Samsung Galaxy A34

২০২৩ সালের শুরুর দিকে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ডিভাইসটি। যেটির ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ ভ্যারিয়েন্টটি এখন পাওয়া যাবে ২৫,০০০ টাকার কম দামে।

ফিচারের কথা বললে, এই ডিভাইসে আছে ৬.৬ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন, যা ১০০০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করে। আর এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৮০০ চিপসেট, আর অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ১৩ বেসড ওয়ান ইউআই ৫। এই হ্যান্ডসেটটি ৪ বছরের ওএস আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি আপডেটও পাবে।

ফটোগ্রাফির জন্য এতে আছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সংস্থার দাবি এই ডিভাইসটি দিনে ও রাতে সমান দক্ষতার সাথে উন্নত ছবি তুলতে সক্ষম। এছাড়াও, ধুলো ও জল প্রতিরোধের জন্য ডিভাইসটিকে আইপি ৬৭ রেটিং-ও দেওয়া হয়েছে।

৪) Realme 12 Pro

রিয়েলমির এই ডিভাইসটিও একটি দুর্দান্ত স্মার্টফোন। যদিও, এর দাম ২৫,৯৯৯ টাকা থেকে শুরু হয়, তবে এখন বিভিন্ন অফার ও ব্যাঙ্ক ছাড় সহ এটি আপনি পেয়ে যাবেন ২৫,০০০ টাকার কমে।

এটি রিয়েলমির একটি প্রিমিয়াম লুকিং স্মার্টফোন। যার ব্যাক প্যানেলে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ এক্স অপটিক্যাল জুম সহ ৩২ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর। এছাড়াও এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট এবং ৬.৭০ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। সংস্থার দাবি, ডিভাইসটি সরাসরি সূর্যের আলোতেও সহজেই ব্যবহার করা সম্ভব।

৫) Poco X6 Pro

আপনি যদি আপনার বাজেটের তুলনায় আরো ১০০০ টাকা বেশি খরচা করতে পারেন, তাহলে কিনতে পারেন পোকো এক্স৬ প্রো, যে হ্যান্ডসেটটি কোনো ভাবেই আপনাকে হতাশ করবে না। এই ডিভাইসের দাম ২৫,৯৯৯ টাকা থেকে শুরু হলেও বিভিন্ন অফার এবং ব্যাঙ্ক ছাড়ের পর এটি ২৫,০০০ টাকার কমেও পেয়ে যেতে পারেন।

আর ফিচারের কথা বললে, এই ডিভাইসে আছে ৬.৬৭ ইঞ্চি ১.৫ কে অ্যামোলেড স্ক্রিন, ১৮০০ নিট পর্যন্ত ব্রাইটনেস এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এছাড়াও, এতে দেওয়া হয়েছে, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইট সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, যা কম আলোতেও দুর্দান্ত ছবি তুলতে পারে।

আবার, আপনি যদি সারাদিনের ব্যাটারি লাইফ সহ দুর্দান্ত গেমিং পারফরম্যান্স চান, তাহলেও নিঃসন্দেহে কিনে ফেলতে পারেন পোকোর এই ডিভাইসটি।