Vivo ও iQOO নতুন মোবাইল নিয়ে বর্ষশেষের আগেই হাজির হতে চলেছে, দেখে নিন ফিচার

ভিভো (Vivo) অধীনস্থ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো সম্প্রতি চীনের বাজারে iQOO 11, iQOO 11 Pro ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলির পাশাপাশি মিড-রেঞ্জের iQOO Neo 7 SE স্মার্টফোনটিও লঞ্চ…

ভিভো (Vivo) অধীনস্থ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো সম্প্রতি চীনের বাজারে iQOO 11, iQOO 11 Pro ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটগুলির পাশাপাশি মিড-রেঞ্জের iQOO Neo 7 SE স্মার্টফোনটিও লঞ্চ করেছে। যেখানে, এর মূল ব্র্যান্ড গত মাসে হোম মার্কেটে Vivo X90 ফ্ল্যাগশিপ সিরিজটি উন্মোচন করেছে। আর এখন এক সুপরিচিত টিপস্টার দাবি করেছেন যে, ভিভো তাদের পরবর্তী S-সিরিজের ডিভাইসগুলি শীঘ্রই বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে। আর আইকো-ও তাদের Neo 7 ফোনের একটি Racing Edition বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। Vivo S16 লাইনআপ এবং iQOO Neo 7 Racing Edition-টি খুব সম্ভবত চলতি মাসেই চীনা বাজারে আত্মপ্রকাশ করবে বলে মনে করা হচ্ছে। চলুন তাহলে ভিভো ও আইকোর এই আপকামিং স্মার্টফোনগুলি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এল, জেনে নেওয়া যাক।

Vivo S16 এবং iQOO Neo 7 Racing Edition খুব শীঘ্রই আসছে দেশীয় বাজারে

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশ জানিয়েছেন যে, ভিভো শীঘ্রই তাদের এস১৬ সিরিজের স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরাতে পারে। টিপস্টার আরও দাবি করেছেন যে, সহযোগী সংস্থা আইকো বর্তমানে নিও ৭ রেসিং এডিশন নামের একটি নয়া ডিভাইসের ওপর কাজ করছে। মনে করা হচ্ছে যে, ভিভো এস১৬ সিরিজে অন্তর্ভুক্ত ভিভো এস১৬, এস১৬ প্রো মডেলগুলির পাশাপাশি আইকো নিও ৭ রেসিং এডিশন ডিসেম্বরেই চীনে লঞ্চ হবে।

প্রসঙ্গত, ভিভো এস১৬ এবং এস১৬ প্রো- মডেল দুটিতে কার্ভড-এজ ডিসপ্লে থাকবে বলে জানিয়েছেন টিপস্টার। তবে, এই তথ্যটি ছাড়া নতুন স্মার্টফোনগুলি সম্পর্কে আর কিছুই বলেননি তিনি। অন্যদিকে, তিনি প্রকাশ করেছেন যে, আইকো নিও ৭ রেসিং এডিশন-এ ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ ফ্ল্যাগশিপ চিপসেটটি ব্যবহার করা হবে, যার সাথে ১৬ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত থাকবে।

জানিয়ে রাখি, গত সপ্তাহে iQOO Neo 7 SE-এর লঞ্চের আগে, iQOO Neo 7s নামে আরেকটি Neo 7 সিরিজের ডিভাইসকে নিয়েও প্রযুক্তি মহলে জল্পনা চলছিল, যেটি স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে বলে শোনা যাচ্ছিল। সম্ভবত, এই ডিভাইসটিকেই চীনে iQOO Neo 7 Racing Edition হিসেবে লঞ্চ করার পরিকল্পনা করা হচ্ছে।

উল্লেখ্য, iQOO Neo 7 Racing Edition সম্ভবত Vivo V2232A ডিভাইস হতে পারে, যা নভেম্বর মাসে চীনের চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) কর্তৃপক্ষ দ্বারা প্রত্যয়িত হয়েছিল। তাই, আশা করা হচ্ছে Racing Edition-টি চলতি ডিসেম্বরেই চীনের মার্কেটে আত্মপ্রকাশ করবে। আবার, এই হ্যান্ডসেটের একটি লাইভ ইমেজও গত মাসে অনলাইনে ফাঁস হয়েছিল। ছবিতে মডেল নম্বরের পাশাপাশি এর কিছু মূল বৈশিষ্ট্য উল্লেখ করা হয়, এগুলি হল SD8+G1 চিপসেট, ১৬ জিবি র‌্যাম, ৮ জিবি এক্সটেন্ডেড র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ।