এই সব পুরানো অ্যান্ড্রয়েড ভার্সনের ফোন থেকে Google অ্যাকাউন্টে সাইন-ইন করা যাবে না, তালিকায় আপনার ফোন নেই তো?

আপনি যদি পুরানো অ্যান্ড্রয়েড (Android) ভার্সনের স্মার্টফোন ব্যবহার করে থাকেন, তাহলে আর গুগলের (Google) পরিষেবা বা অ্যাপ ব্যবহার করতে পারবেন না। গুগলের তরফে জানানো হয়েছে, যে সমস্ত ইউজার এখনও Android 2.3.7 (Gingerbread) ভার্সনের স্মার্টফোন ব্যাবহার করেন, তারা আগামী সেপ্টেম্বর থেকে গুগল অ্যাকাউন্টে লগ-ইন করতে অসমর্থ হবেন। টেক জায়ান্টটি, ইমেইল মারফত ইউজারদের এই বিষয়ে সতর্ক করতে শুরু করেছে।

Android 2.3.7 (Gingerbread) ইউজাররা কেন গুগল অ্যাকাউন্টে লগইন করতে পারবেন না?

অ্যান্ড্রয়েড হেল্প কমিউনিটি ম্যানেজার, Zak Pollack জানিয়েছেন, “সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে, আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২১ এর পর থেকে অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা তার নীচের ভার্সন ব্যবহারকারীদের গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করার অনুমতি দেওয়া হবে না।”

তিনি আরও বলেন,” যদি কোনো ইউজার (অ্যান্ড্রয়েড ২.৩.৭) ২৭ সেপ্টেম্বর,‌ ২০২১ এর পর গুগলের কোনো প্রোডাক্ট, যেমন Gmail, YouTube, Maps প্রভৃতিতে সাইন-ইন করার চেষ্টা করেন, তাহলে তার ইউজারনেম ও পাসওয়ার্ড ভুল বলে দেখানো হবে।”

গুগল অ্যাকাউন্টে লগ-ইন করতে কী করতে হবে

এমত পরিস্থিতিতে যেসব ইউজার এখনও Android 2.3.7 (Gingerbread) বা তার নীচের ভার্সন ব্যবহার করছেন, তাদের জন্য গুগলের পরিষেবাগুলি উপভোগ করতে সাধারণভাবে দুটি পথ খোলা আছে। এক্ষেত্রে হয় আপনাকে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনের কোনো স্মার্টফোন কিনতে হবে। অন্যথায় অ্যান্ড্রয়েড ৩.০ বা তার উপরের কোনো ভার্সনে ফোনটির অপারেটিং সিস্টেম আপডেট করতে হবে।

তবে আপনি যদি নতুন ফোন না কিনতে পারেন অথবা অ্যান্ড্রয়েড ৩.০ বা তার উপরের কোনো ভার্সনে ফোনের অপারেটিং সিস্টেমটি উন্নীত করতে ব্যর্থ হন, তাহলে ফোনের ওয়েব ব্রাউজার দিয়ে কিছু গুগল প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন