Vivo ভারতে আনছে তুখোড় ফিচারের নতুন ফোন, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 8 জিবি র‌্যাম সহ 80W চার্জিং সাপোর্ট

চলতি মাসের শুরুতে ইউরোপের বাজারে Vivo V29 5G স্মার্টফোনটি লঞ্চ করে ভিভো। এটি শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হবে বলে গুঞ্জন রয়েছে। সম্প্রতি ডিভাইসটিকে ব্যুরো অফ…

চলতি মাসের শুরুতে ইউরোপের বাজারে Vivo V29 5G স্মার্টফোনটি লঞ্চ করে ভিভো। এটি শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হবে বলে গুঞ্জন রয়েছে। সম্প্রতি ডিভাইসটিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। যারপর বলার অপেক্ষা রাখে না যে, যে কোনো দিন Vivo V29 5G এর ভারতে লঞ্চের তারিখ ঘোষণা করা হতে পারে। তাই আসুন লঞ্চের আগে ফোনটির বিশেষত্বগুলি দেখে নেওয়া যাক।

 Vivo V29 5G পেল BIS এর ছাড়পত্র

ভিভো ভি২৯ ৫জি বিআইএস সার্টিফিকেশন সাইটে ভি২২৫০ মডেল নম্বর সহ অন্তর্ভুক্ত হয়েছে। যদিও এখান থেকে এর স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে যেহেতু স্মার্টফোনটি ইতিমধ্যে ইউরোপে লঞ্চ হয়েছে, তাই এর বিশেষত্বগুলি আমাদের আগেই জানা।

ভিভো ভি২৯ ৫জি হল ভি-সিরিজের অধীনে সংস্থার লেটেস্ট স্মার্টফোন এবং এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা চালিত। এই ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের বড় অ্যামোলেড ডিসপ্লে। ক্যামেরার কথা বলতে গেলে, এর পিছনে ওআইএস সমর্থনসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত। 

Vivo V29 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: ৬.৭৮ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, ফুল এইচডি+ (২৮০০ × ১২৬০ পিক্সেল) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর১০+ সাপোর্ট।

প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি সহ অ্যাড্রেনো ৬৪২এল জিপিইউ।

মেমরি ও স্টোরেজ: ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ

ক্যামেরা: ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল তৃতীয় সেন্সর।

ফ্রন্ট ক্যামেরা: ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ব্যাটারি ও চার্জিং: ৪৬০০ এমএএইচ, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং, টাইপ-সি চার্জিং পোর্ট।

অডিও: স্টেরিও স্পিকার সেটআপ, হাই-রেস অডিও

নিরাপত্তা: ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার

অন্যান্য: আইপি ৬৮ ধুলো এবং জল প্রতিরোধী রেটিং প্রাপ্ত।