ক্যামেরা থেকে ফাস্ট চার্জিং, বিশাল চমকের আসছে Vivo-র নতুন স্মার্টফোন, শীঘ্রই লঞ্চ

ভিভো গ্লোবাল মার্কেটে V-সিরিজের অধীনে Vivo V30 Pro নামে একটি নতুন প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ শোনা যাচ্ছে, এটি Vivo S18 Pro-এর রিব্র্যান্ডেড…

ভিভো গ্লোবাল মার্কেটে V-সিরিজের অধীনে Vivo V30 Pro নামে একটি নতুন প্রিমিয়াম মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ শোনা যাচ্ছে, এটি Vivo S18 Pro-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে, যা গত বছর ডিসেম্বরে চীনে লঞ্চ করা হয়েছিল। ডিভাইসটি ইতিমধ্যেই ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (SIG) এবং জিএসএমএ আইএমইআই (GSMA IMEI) সহ বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে হাজির হয়েছে। আর এখন Vivo V30 Pro গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে ফোনটির পারফরম্যান্সের পাশাপাশি স্পেসিফিকেশনও তুলে ধরেছে৷

Vivo V30 Pro হাজির গিকবেঞ্চ মার্কিং প্ল্যাটফর্মে

V2319 মডেল নম্বর সহ ভিভো ভি৩০ প্রো ফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুযায়ী, এতে ৩.১০ গিগাহার্টজ পিক ক্লক স্পিডের একটি অক্টা-কোর প্রসেসর রয়েছে, যা সম্ভবত মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও জানা গেছে যে, এই ভিভো ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে এবং ১২ জিবি র‍্যাম মিলবে। ডিভাইসটি গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল-কোর টেস্টে ১,০৪৫ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৩,৬৩৭ পয়েন্ট স্কোর করেছে।

যদিও, ভিভো ভি৩০ প্রো-এ ডাইমেনসিটি ৮২০০ চিপ রয়েছে বলে মনে হচ্ছে। তবে চীনা সংস্করণ, অর্থাৎ ভিভো এস১৮ প্রো ডাইমেনসিটি ৯২০০প্লাস চিপসেটের সাথে লঞ্চ করা হয়েছে, যার অর্থ হল রিব্র্যান্ডেড মডেলটি সম্ভবত ডাউনগ্রেড হিসাবে গ্লোবাল মার্কেটে আসবে। যদি চিপসেট ছাড়া অন্যান্য স্পেসিফিকেশন একই থাকে, তাহলে আশা করা যায় ভিভো ভি৩০ প্রো-এ এইচডিআর১০+ সাপোর্ট সহ ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,৮০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

জানিয়ে রাখি, Vivo S18 Pro চীনে ৮ জিবি/১২ জিবি/১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি/ ৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ অপশনে উপলব্ধ। ক্যামেরার ক্ষেত্রে, Vivo V30 Pro-এ ৫০ মেগাপিক্সেলের Sony IMX920 প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের Samsung JN1 আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের ২x টেলিফটো পোর্ট্রেট ক্যামেরা থাকতে পারে৷ আর সেলফির জন্য, ফোনের সামনে সম্ভবত ডুয়েল সফ্ট-এলইডি ফ্ল্যাশ সহ একটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করবে। সবশেষে পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Vivo V30 Pro-এ ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহৃত হবে।