দুর্ধর্ষ ছবি উঠবে, ZEISS ক্যামেরার সঙ্গে দেশে গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছে Vivo V30 সিরিজ

ভিভো শীঘ্রই ভারতীয় বাজারে Vivo V30 স্মার্টফোন সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Vivo V30 এবং Vivo V30 Pro মডেল দুটি অন্তর্ভুক্ত থাকবে।…

ভিভো শীঘ্রই ভারতীয় বাজারে Vivo V30 স্মার্টফোন সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Vivo V30 এবং Vivo V30 Pro মডেল দুটি অন্তর্ভুক্ত থাকবে। চীনা ব্র্যান্ডটি ইতিমধ্যেই কিছু দেশে V30 লঞ্চ করলেও, Vivo V30 Pro সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি। আবার আজই, স্মার্টফোনটি গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল, যা প্রকাশ করেছে যে এটি MediaTek Dimensity 8200 চিপসেট, ১২ জিবি র‍্যাম এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে৷ আর এখন একটি রিপোর্ট প্রকাশ করেছে যে, Vivo V30 সিরিজটি আগামী মাসে ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে এবং হ্যান্ডসেটগুলির ক্যামেরা সেটআপ জেইস (ZEISS) দ্বারা টিউন করা হবে।

Vivo V30 সিরিজে থাকবে ZEISS ক্যামেরা

মাইস্মার্টপ্রাইস-এর রিপোর্ট অনুযায়ী, ভিভো ভি৩০ সিরিজ আগামী মাসে, অর্থাৎ মার্চ মাসে ভারতীয় বাজারে আসবে। প্রতিবেদনে আরও জানানো হয়েছে যে আসন্ন সিরিজটি জেইস কো-ইঞ্জিনিয়ারড ক্যামেরা সিস্টেমের সাথে আসবে, যা বিশেষভাবে ভারতীয় বাজারের জন্য ডিজাইন করা হয়েছে।

২০২১ সালে লঞ্চ হওয়া ভিভো এক্স৬০ সিরিজের স্মার্টফোন থেকে শুরু করে কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ এক্স-সিরিজের জন্য জেইস-এর সাথে যৌথভাবে কাজ করছে। তবে, ভিভো ভি৩০ সিরিজের সাথে, ভিভো প্রথমবারের মতো তাদের মিড-রেঞ্জ স্মার্টফোনগুলিতে জেইস-এর প্রিমিয়াম ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করতে চলেছে। জেইস-এর অপ্টিমাইজেশন আরও ভাল ছবির শার্পনেস, কম ডিস্টরশন এবং স্বতন্ত্র বোকেহ এফেক্ট আনতে সক্ষম হবে।

তবে, রিপোর্টে হার্ডওয়্যার স্পেসিফিকেশনের ক্ষেত্রে কোনও পরিবর্তনের ইঙ্গিত করা হয়নি। প্রসঙ্গত, ব্র্যান্ডটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স দ্বারা গঠিত ক্যামেরা সেটআপ সহ কিছু বাজারে Vivo V30 লঞ্চ করেছে।

এছাড়াও, এতে একটি অরা এলইডি (Aura LED) ফ্ল্যাশ রয়েছে, যা স্মার্ট কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট সাপোর্ট করে। সেলফির জন্য, Vivo V30-এর সামনে পাঞ্চ-হোল কাটআউটে একটি ৫০ মেগাপিক্সেলের লেন্স উপস্থিত রয়েছে। ডিভাইসটি Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট দ্বারা চালিত, যা সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত রয়েছে।

এছাড়া, Vivo V30 ফোনটিতে ৬.৭৮ ইঞ্চির কার্ভড-এজ অ্যামোলেড (AMOLED) প্যানেল রয়েছে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। স্মার্টফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে আইপি৫৪ (IP54) রেটিং এবং ১৮৬ গ্রাম ওজনের একটি হালকা বিল্ড।