লঞ্চ ক’দিনের মধ্যেই, Vivo V40 শেষবারের মতো দেখা গেল GSF সার্টিফিকেশন সাইটে

ভিভো তাদের পরবর্তী প্রজন্মের Vivo V40 সিরিজের স্মার্টফোনগুলি বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসন্ন এই লাইনআপে তিনটি স্মার্টফোন থাকবে বলে আশা করা হচ্ছে, এগুলি হল…

ভিভো তাদের পরবর্তী প্রজন্মের Vivo V40 সিরিজের স্মার্টফোনগুলি বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসন্ন এই লাইনআপে তিনটি স্মার্টফোন থাকবে বলে আশা করা হচ্ছে, এগুলি হল স্ট্যান্ডার্ড Vivo V40, Vivo V40 Pro এবং Vivo V40e। আর এখন বেস Vivo V40 মডেলটিকে জিসিএফ (GCF) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। আসন্ন এই ফোনটির সম্পর্কে কি কি তথ্য উঠে এল সার্টিফিকেশনটি থেকে, আসুন দেখে নেওয়া যাক।

Vivo V40 পেল GCF সার্টিফিকেশন

মাইস্মার্টপ্রাইসের রিপোর্ট অনুযায়ী, ভিভো ভি৪০ ফোনটি V2348 মডেল নম্বর সহ জিসিএফ সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এই সার্টিফিকেশন ওয়েবসাইটের তালিকায় আসন্ন স্মার্টফোনের কোনও স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি। তবে এটি নিশ্চিতভাবে নির্দেশ করেছে যে, ভিভো ভি৪০ খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। তা ছাড়া, ডিভাইসটি ইতিমধ্যেই একই মডেল নম্বর সহ আইএমইআই (IMEI) ডেটাবেসে উপস্থিত হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি ইউকে ক্যারিয়ার ইই (EE)-এর ওয়েবসাইটে ভিভো ৪০ প্রো ভ্যারিয়েন্টকে দেখা গেছে, যা নিয়ার ফিল্ড কমিউনিকেশনের উপস্থিতি ছাড়া আসন্ন স্মার্টফোনগুলি সম্পর্কে আর কোনও বিবরণ প্রকাশ করেনি।

উল্লেখ্য, ৯১মোবাইলস হিন্দির সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, ভিভো তাদের V40 লাইনআপটি আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ করতে পারে। Vivo V40 Lite নামে আরেকটি সংস্করণের বিষয়েও শোনা যাচ্ছে, যা ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। তবে বর্তমান প্রজন্মের Vivo V30 সিরিজটি এবছরের মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল। তাই আসন্ন Vivo V40 সিরিজটি শীঘ্রই ভারতীয় বাজারে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে না।