ভারতের থেকেও বেশি দাম, এই দেশে Vivo X100 Pro-এর-এর মূল্য শুনলে মাথা ঘুরবে

গত বছর নভেম্বরে চীনে লঞ্চ হওয়ার পর, ফ্ল্যাগশিপ Vivo X100 Pro তার স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের সাথে চলতি মাসেই ভারতের বাজারে এসেছে। আর এখন, Pro মডেলটি অবশেষে…

গত বছর নভেম্বরে চীনে লঞ্চ হওয়ার পর, ফ্ল্যাগশিপ Vivo X100 Pro তার স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের সাথে চলতি মাসেই ভারতের বাজারে এসেছে। আর এখন, Pro মডেলটি অবশেষে ইউরোপেও পা রেখেছে। যদিও ব্র্যান্ডটি ইউরোপে তাদের ওয়েবসাইটে Vivo X100 Pro-কে তালিকাভুক্ত করেনি, তবে দাম প্রকাশ করে ফেলেছে। ভারতের সঙ্গে ইউরোপে এই ফোনের দামের কতটা হেরফের, আসুন জেনে নেওয়া যাক।

ইউরোপে Vivo X100 Pro-এর দাম

ভিভো ঘোষণা করেছে যে ইউরোপিয়ান ইউনিয়ন (EU)-এ ক্যামেরা-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ ভিভো এক্স১০০ প্রো-এর দাম হবে ১,১৯৯ ইউরো (প্রায় ১,০৮,০৩৫ টাকা)। এই মডেলটিতে ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মিলবে। এই একই মডেল ভারতীয় বাজারে ৮৯,৯৯৯ টাকায় উপলব্ধ রয়েছে। ফোনটির আরও স্টোরেজ ভ্যারিয়েন্ট ইউরোপের বাজারে পাওয়া যাবে কিনা, তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি।

Vivo X100 Pro-এর স্পেসিফিকেশন

ভিভো এক্স১০০ প্রো-এ ৬.৭৮ ইঞ্চির কার্ভড এলটিপিও অ্যামোলেড (LTPO OLED) ডিসপ্লে রয়েছে, যা ১.৫কে (২,৮০০ x ১,২৬০ পিক্সেল) রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং, এবং ৩,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট, যা এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। ভিভো এক্স১০০ প্রো অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ (Funtouch OS 14) কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, Vivo X100 Pro-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি Sony IMX989 প্রাইমারি সেন্সর এবং ওআইএস সহ একটি ৫০ মেগাপিক্সেলের ৪.৩x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। উচ্চতর গুণমানের ছবির জন্য ক্যামেরাগুলিতে জেইস টি* (Zeiss T*) লেন্সের আবরণ রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X100 Pro-এ বিশাল ৫,৪০০ এমএএইচ ক্যাপসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এই ফোনে ইউএসবি ৩.২ জেন ১ পোর্ট রয়েছে এবং জল ও ধুলো প্রতিরোধের জন্য এটি আইপি৬৮ (IP68) রেটিং প্রাপ্ত চ্যাসিস অফার করে। এছাড়া উন্নততর অডিও অভিজ্ঞতার জন্য, Vivo X100 Pro-এ ডুয়েল স্টেরিও স্পিকার এবং নিরাপত্তার জন্য একটি ইন-স্ক্রিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে।