2022 সালের পুনরাবৃত্তি এ বছরেও, Vivo X90 সিরিজ ভারতে লঞ্চ হতে পারে একই সময়

ভিভো গত নভেম্বর মাসের শেষের দিকে ফ্ল্যাগশিপ Vivo X90 সিরিজটি চীনে লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে Vivo X90 এবং X90 Pro এবং X90 Pro+ স্মার্টফোন…

ভিভো গত নভেম্বর মাসের শেষের দিকে ফ্ল্যাগশিপ Vivo X90 সিরিজটি চীনে লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে Vivo X90 এবং X90 Pro এবং X90 Pro+ স্মার্টফোন তিনটি আত্মপ্রকাশ করেছে। চীনে লঞ্চ হওয়ার পরে প্রায় দুই মাস কেটে গেছে এবং এই ফ্ল্যাগশিপ লাইনআপটি চলতি সপ্তাহের শেষের দিকে গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। সিরিজটির অধীনে শুধুমাত্র Vivo X90 এবং Vivo X90 Pro মডেল দুটি আগামী ৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ায় বাজারে পা রাখবে। তার আগে এখন, একটি সূত্র ভারতে Vivo X90 সিরিজের লঞ্চের টাইমলাইন প্রকাশ করা হয়েছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক, কবে এদেশের বাজারে প্রবেশ করতে চলেছে ভিভোর এই প্রিমিয়াম ডিভাইসগুলি।

Vivo X90 সিরিজটি ভারতে আসতে পারে আগামী মে মাসে

মাইস্মার্টপ্রাইস-এর নতুন রিপোর্ট অনুযায়ী, ভিভো এক্স৯০ সিরিজটি ভারতে এবছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে। এই লাইনআপের অধীনে শুধুমাত্র দুটি মডেল (ভিভো এক্স৯০ এবং ভিভো এক্স৯০ প্রো) আত্মপ্রকাশ করবে, যেগুলি দুদিন পরেই মালয়েশিয়ায় উন্মোচিত হতে চলেছে। তবে, ব্র্যান্ডটি কেন টপ-এন্ড ভিভো এক্স৯০ প্রো প্লাস ফোনটিকে আন্তর্জাতিক বাজারে আনছে না, তা স্পষ্ট নয়। সম্ভবত, এটি পরে লঞ্চ হতে পারে। তবে এখনও পর্যন্ত, প্রো প্লাস মডেলের গ্লোবাল লঞ্চ সম্পর্কে কোনও সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।

জানিয়ে রাখি, ভিভো এক্স৮০ সিরিজটি ভারতে গত বছর মে মাসে লঞ্চ করা হয়েছিল। তাই, এবছর মে মাসেই এদেশে ভিভো এক্স৯০ সিরিজের আত্মপ্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিভো এক্স৯০ এবং ভিভো এক্স৯০ প্রো-এর বেশিরভাগ স্পেসিফিকেশনই এক। এগুলি শুধুমাত্র ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিংয়ের বিভাগে ভিন্ন।

এমনকি, ডিজাইনের দিক থেকেও দুটি ফোন প্রায় অভিন্ন। তবে, Vivo X90 এবং Vivo X90 Pro-কে পাশাপাশি রেখে তুলনা করলে, লক্ষ্য করা যাবে যে, প্রো মডেলের ক্যামেরা মডিউলটি বড়। কারণ X90 Pro বড় আকারের প্রাইমারি এবং টেলিফটো ক্যামেরা অফার করে। প্রো ভ্যারিয়েন্টে কিছুটা বড় ব্যাটারিও রয়েছে। এছাড়া, এটি ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে, যা স্ট্যান্ডার্ড সংস্করণে অনুপস্থিত।