Vivo Y100i 5G: ভিভো চমকে দিল! সবচেয়ে সস্তায় 512 জিবি স্টোরেজের ফোন লঞ্চ করে রেকর্ড

Vivo Y100i 5G আজ নিঃশব্দে বাজারে পা রাখল। Y-সিরিজের এই নতুন মডেলটি তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে বাজারে এসেছে। তাই মাল্টি-টাস্কিং সহ বিভিন্ন কাজের সুবিধার্থে,…

Vivo Y100i 5G আজ নিঃশব্দে বাজারে পা রাখল। Y-সিরিজের এই নতুন মডেলটি তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে বাজারে এসেছে। তাই মাল্টি-টাস্কিং সহ বিভিন্ন কাজের সুবিধার্থে, এটি ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করছে, যা একটি মিড-রেঞ্জ স্মার্টফোনের ক্ষেত্রে বিরাট ব্যাপার। Vivo Y100i 5G-তে উন্নত লেন্স যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সহ ম্যাট্রিক্স ক্যামেরা মডিউল রয়েছে। ডিজাইন বেশ আকর্ষণীয়। তবে, ভিভো বেশি স্পেসিফিকেশন প্রকাশ করেনি। ফিচার্সের খুঁটিনাটি জানতে ২৮ নভেম্বর সেল শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণে দেখে নেওয়া যাক, এটি কী কী অফার করতে চলেছে এবং দাম কত।

Vivo Y100i 5G-এর স্পেসিফিকেশন

আগের বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে, ভিভো ওয়াই১০০আই ৫জি ভিভো মূলত ওয়াই৭৮ টি১-এর রিব্র্যান্ডেড ভার্সন। ফলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ চিপসেট ব্যবহৃত হওয়ার পাশাপাশি ফোনটিতে ফুলএইচডি+ (২,৩৮৮ x ১,০৮০ পিক্সেল) ৬.৬৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে, যা ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য, ভিভো ওয়াই১০০আই-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের লেন্স সহ এআই (AI) ডুয়েল রিয়ার ক্যামেরা অবস্থান করবে। আর ফোনের সামনে, একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ৪৪ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা বলে আশা করা হচ্ছে।

Vivo, Vivo Y100I 5G, Vivo Y100I 5G Price, Vivo Y100I 5G Specifications, Vivo Y100I 5G Storage

Vivo Y100i 5G-এর দাম, কালার ভ্যারিয়েন্ট

চীনে Vivo Y100i 5G দুটি কালার অপশনে পাওয়া যাবে – ব্লু এবং পিঙ্ক। ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ সহ স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,৩৫০ টাকা)৷ দেখতে গেলে, বাজারে এত সস্তায় আর কোনও ফোনে এত বেশি স্টোরেজ নেই৷ ভিভোর এই ফোনটি ভারত সহ অন্যান্য দেশে কবে লঞ্চ হবে, সে সম্পর্কে কোম্পানির তরফে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।