Vivo ফোনের উপর তাগড়া ডিল, ৪ হাজার টাকা কমে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন

আপনি যদি বাজেট সেগমেন্টে নতুন কোনো ফোন খুঁজে থাকেন, তাহলে অ্যামাজন আপনার জন্য সেরা অফার নিয়ে হাজির হয়েছে। যেখানে আপনি এমআরপির চেয়ে অনেক কম দামে…

আপনি যদি বাজেট সেগমেন্টে নতুন কোনো ফোন খুঁজে থাকেন, তাহলে অ্যামাজন আপনার জন্য সেরা অফার নিয়ে হাজির হয়েছে। যেখানে আপনি এমআরপির চেয়ে অনেক কম দামে Vivo Y22 স্মার্টফোনটি কিনতে পারবেন। এই ফোনের ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের এমআরপি ১৯,৯৯০ টাকা। তবে অ্যামাজনে ১৭ শতাংশ ছাড়ের পর Vivo Y22 মাত্র ১৬,৪৯৯ টাকায় তালিকাভুক্ত। এছাড়া ব্যাঙ্ক অফারে আরও ১০৫০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। শুধু তাই নয়, এর উপর ১৫,৫৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে।

Vivo Y22 এর ফিচার ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই২২ ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট। এতে পাওয়া যাবে এইচডি+ রেজোলিউশনের ডিসপ্লে। এর সাইজ ৬.৫৫ ইঞ্চি এবং এটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। 

ডিভাইসটির পিছনে এলইডি ফ্ল্যাশসহ দুটি রিয়ার ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আর সেলফি তোলার জন্য ভিভো ওয়াই২২ ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এদিকে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত এই ফোনে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টেমের কথা বললে Vivo Y22 ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ফানটাচ ওএস ১২ কাস্টম স্কিনে চলে। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ফোরজি ভোল্টি, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস ও ইউএসবি টাইপ-সি পোর্টের মতো অপশন। এই ফোনটি স্টারলিট ব্লু এবং মেটাভার্স গ্রিন রঙে পাওয়া যাবে।