Xiaomi 12T Pro ও Xiaomi 12T বাজার কাঁপাতে লঞ্চ হল, রয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

Xiaomi 12T সিরিজ আজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল, এগুলি হল – Xiaomi 12T ও 12T Pro। ফোন দুটি Xiaomi 11T ও 11T Pro এর উত্তরসূরী হিসেবে এসেছে। এই ডিভাইস দুটির পাশাপাশি আজ আত্মপ্রকাশ করেছে Redmi Pad, Redmi Buds 4 Pro। যাইহোক Xiaomi 12T ও 12T Pro ফোনে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া Xiaomi 12T ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং Xiaomi 12T Pro ২০০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার সাথে এসেছে। আসুন এদের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

শাওমি ১২টি ও শাওমি ১২টি প্রো এর দাম (Xiaomi 12T & Xiaomi 12T Pro Price)

শাওমি ১২টি ফোনের দাম শুরু হয়েছে ৫৯৯ ইউরো (প্রায় ৪৮,৬০০ টাকা) থেকে। অন্যদিকে শাওমি ১২টি প্রো এর প্রারম্ভিক মূল্য ৭৪৯ ইউরো (প্রায় ৬০,৮০০ টাকা)। ফোনগুলি কসমিক ব্ল্যাক, লুনার সিলভার এবং ক্লিয়ার ব্লু কালারে পাওয়া যাবে। ১৩ অক্টোবর থেকে ফোনগুলির সেল শুরু হবে।

শাওমি ১২টি ও শাওমি ১২টি প্রো এর স্পেসিফিকেশন ও ফিচার (Xiaomi 12T & Xiaomi 12T Pro Specifications and Features)

শাওমি ১২টি ও শাওমি ১২টি প্রো ফোনে আছে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের ওলেড পাঞ্চ হোল ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড করা হয়েছে। ফোনগুলির পিছনে দেখা যাবে তিনটি সেন্সর সহ আয়তকার ক্যামেরা সেটআপ। এর মধ্যে প্রো মডেলে রয়েছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। অন্যদিকে রেগুলার ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে ওআইএস সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। বাকি দুটি ক্যামেরা প্রো মডেলের মতো।

আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Xiaomi 12T, Xiaomi 12T Pro ফোনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য বেস মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর। সাথে আছে ৮ জিবি র‌্যাম (LPDDR5) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ (UFS 3.1)। এছাড়া প্রো মডেলে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর। এই ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম (LPDDR5) ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 12T, Xiaomi 12T Pro ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং করবে। ফোন দুটি অ্যান্ড্রয়েড ১২ বেসড এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে চলবে। এছাড়া ফোনগুলিতে আছে ডুয়েল সিম, ৫জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট।

Julai Mondal

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

28 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

34 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

43 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

54 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago