Xiaomi 15: দেরি করতে চাইছে না শাওমি, সময়ের আগেই আনতে চলেছে নতুন ফোন

গত বছর অক্টোবর মাসে শাওমি সর্বপ্রথম কোয়ালকম (Qualcomm)-এর লেটেস্ট ও সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Gen 3 প্রসেসরের সাথে তাদের Xiaomi 14 স্মার্টফোন লাইনআপটি লঞ্চ করেছিল।…

গত বছর অক্টোবর মাসে শাওমি সর্বপ্রথম কোয়ালকম (Qualcomm)-এর লেটেস্ট ও সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Gen 3 প্রসেসরের সাথে তাদের Xiaomi 14 স্মার্টফোন লাইনআপটি লঞ্চ করেছিল। পরবর্তী সময়ে, অন্যান্য লিডিং ব্র্যান্ডগুলিও তাদের ফ্ল্যাগশিপ ফোনে SD8G3 চিপসেটটি ব্যবহার করেছে। আর এখন এক জনপ্রিয় টিপস্টার দাবি করেছেন যে শাওমি বর্তমানে কোয়ালকমের পরবর্তী প্রজন্মের Snapdragon 8 Gen 4 প্রসেসর সহ একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে। কোয়ালকম-নির্মিত এই নতুন চিপটি আগের ধারা অনুসরণ করে আসন্ন Xiaomi 15 সিরিজে ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে।

Snapdragon 8 Gen 4 চিপটি সম্পূর্ণরূপে কোম্পানির নিজস্ব আর্কিটেকচার সহ আসবে এবং পারফরম্যান্সের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে বলে জানা গেছে। ওই টিপস্টার Xiaomi 15 সিরিজের উৎপাদন সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন, যা লঞ্চের সময় এগিয়ে আসার দিকে ইঙ্গিত করছে।

Xiaomi 15 সিরিজ সময়ের আগেই আসতে পারে বাজারে

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট)-এর একটি পোস্টে ইঙ্গিত দিয়েছেন যে শাওমি ১৫ সিরিজটির মাস প্রোডাকশন আগামী সেপ্টেম্বর মাসে শুরু করতে চলেছে। সাধারণত, শাওমি তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলি চীনে বছরের চতুর্থ ত্রৈমাসিকের শেষের দিকে উন্মোচন করে থাকে, যা আশা করা যায় যে শাওমি ১৫ সিরিজটি এই বছর নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ লঞ্চ হবে। কিন্তু এখন শোনা যাচ্ছে যে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ চিপটি এই বছর তার পূর্বসূরির তুলনায় আগেই আত্মপ্রকাশ করবে, তাই Xiaomi 15 সিরিজটিও প্রত্যাশিত সময়ের আগেই লঞ্চ হতে পারে।

সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, স্ট্যান্ডার্ড শাওমি ১৫ মডেলটি আগের প্রজন্মের শাওমি ১৩ এবং শাওমি ১৪-এর মতোই ৬.৩৬ ইঞ্চির ডিসপ্লে সাইজ বজায় রাখবে। অন্যদিকে, Xiaomi 15 Pro-এ সামান্য কার্ভড ডিসপ্লে দেখা যাবে, যা ০.৬ মিলিমিটারের আল্ট্রা-স্লিম বেজেল সহ ২কে রেজোলিউশন অফার করবে। জানিয়ে রাখি, এর পূর্বসূরি শাওমি ১৪ প্রো-তে ০.৯ মিলিমিটারের বেজেল রয়েছে। ডিসপ্লেটি ১,৪০০ নিট পিক ব্রাইটনেস এবং পাওয়ার-সেভিং ১- ১২০ হার্টজ এলটিপিও (LTPO) রিফ্রেশ রেট প্রযুক্তি অফার করবে, যা সম্ভাব্যভাবে ১৫-২০% ব্যাটারি লাইফ বাঁচাতে পারে। আসন্ন ফ্ল্যাগশিপগুলির অন্যান্য স্পেসিফিকেশনগুলি বর্তমানে অজানাই রয়েছে। তবে শাওমি ১৫ লাইনআপটি কী কী অফার করতে পারে, সে সম্পর্কে ধারণা পেতে শাওমি ১৪ সিরিজের স্পেসিফিকেশন এবং ফিচারগুলি দেখা যেতে পারে।

Xiaomi 14 সিরিজের স্পেসিফিকেশন

গত অক্টোবরে মাসে স্ট্যান্ডার্ড Xiaomi 14 ফোনটি ৬.৩৬ ইঞ্চির ১.৫কে ওলেড (OLED) ফ্লেক্সিবল স্ট্রেট স্ক্রিন সহ লঞ্চ হয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৩,০০০ নিট। এই ফোনে এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ সহ Snapdragon 8 Gen 3 প্রসেসর রয়েছে। ডিভাইসটিতে ৯০ হার্টজ ওয়্যার্ড, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং সেইসাথে ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস রিভার্স চার্জিং সহ ৪,৬১০ এমএএইচ ব্যাটারি রয়েছে। Xiaomi 14-এর লাইকা (Leica)-টিউনড ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের ৭৫ মিলিমিটারের ফ্লোটিং টেলিফটো লেন্স।

অন্যদিকে, Snapdragon 8 Gen 3 দ্বারা চালিত Xiaomi 14 Pro-এ ৩,২০০ x ১,৪৪০ রেজোলিউশন সহ ৬.৭৩ ইঞ্চির ২কে অ্যামোলেড (AMOLED) সুপার ভিজ্যুয়াল সেন্স স্ক্রিন রয়েছে৷ এই হ্যান্ডসেটে ৪,৮৮০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে, যা ১২০ ওয়াট ওয়্যার্ড, ৫০ ওয়াট ওয়্যারলেস এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। Xiaomi 14 Pro-এ ৫০ মেগাপিক্সেলের Sony LYT-900 কাস্টম ইমেজ সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং উন্নত ইমেজিংয়ের জন্য একটি ১০২৪-স্তরের ভ্যারিয়েবল অ্যাপারচার অন্তর্ভুক্ত রয়েছে।