Xiaomi MIX Fold 2: যেমন ক্যামেরা তেমন ডিসপ্লে, Snapdragon 8+ Gen 1 প্রসেসরের ফোল্ডেবল ফোন আনল শাওমি

প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ১১ই আগস্ট Xiaomi তাদের ঘরেলু মার্কেটে Xiaomi MIX Fold 2 ফোল্ডেবল স্মার্টফোনটি লঞ্চ করল। এই মডেলটির পাশাপাশি Redmi K50 Extreme Edition,…

প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ১১ই আগস্ট Xiaomi তাদের ঘরেলু মার্কেটে Xiaomi MIX Fold 2 ফোল্ডেবল স্মার্টফোনটি লঞ্চ করল। এই মডেলটির পাশাপাশি Redmi K50 Extreme Edition, Pad 5 Pro 12.4, Watch S1 Pro, এবং Buds 4 Pro সহ একাধিক ডিভাইস উন্মোচন করা হয়েছে এই ইভেন্টে। Xiaomi MIX Fold 2 ফোনের কথা বললে, এটি গত বছরে আগত MIX Fold মডেলের উত্তরসূরি রূপে আজ আত্মপ্রকাশ করেছে। ফিচার হিসাবে ডিভাইসটি – ডুয়েল ডিসপ্লে, লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ চিপসেট, ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ, এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সমর্থন সহ এসেছে। আর পূর্বসূরির থেকে সম্পূর্ণ ভিন্ন বাহ্যিক ডিজাইন দেখা যাবে এতে। Xiaomi-র এই লেটেস্ট ভাঁজযোগ্য মডেলটি ভারতের বাজারে বিদ্যমান Samsung Galaxy Z Fold 4, OPPO Find N এবং Vivo Fold X -এর সাথে প্রতিযোগিতা করবে।

শাওমি মিক্স ফোল্ড ২ -এর স্পেসিফিকেশন ও ফিচার (Xiaomi MIX Fold 2 specifications and features)

নবাগত শাওমি মিক্স ফোল্ড ২ ফোনের রিয়ার প্যানেলের ডিজাইন পূর্বসূরীর তুলনায় খানিকটা স্বতন্ত্র। ডিভাইসটিতে একটি অনুভূমিক রিয়ার ক্যামেরা মডিউল দেখা গেছে, যেখানে একটি লাইকা-অপ্টিমাইজড ট্রিপল ক্যামেরা ইউনিট এবং একটি LED ফ্ল্যাশ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাথমিক সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২এক্স জুম সহ ৮ মেগাপিক্সেল টেলিফটো শুটার৷ এই রিয়ার ক্যামেরাগুলি ৮কে (8K) রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম এবং ডলবি ভিশন ও এইচডিআর ফরম্যাট রেকর্ডিং সাপোর্ট করে। তদুপরি, উক্ত ফোল্ডেবল ফোনের ডান প্রান্তে একটি ভলিউম ব্রোকার ও পাওয়ার বাটন আছে, যাতে গুডিক্স দ্বারা নির্মিত একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেডেড থাকছে।

Xiaomi MIX Fold 2 ফোনের বাইরের একটি ৬.৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস Samsung E5 AMOLED ডিসপ্লে প্যানেল রয়েছে, যা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর ভিতরে, একটি ৮.২ ইঞ্চির ইকো OLED ডিসপ্লে দেখা যাবে, যা ২.৫কে (2.5K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। অভ্যন্তরীণ ডিসপ্লেটি আল্ট্রা-থিন গ্লাস এবং একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সহ এসেছে। উভয় ডিসপ্লে প্যানেলই – ১,০০০ নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন এবং ট্রু কালার টেকনোলজি সমর্থন করে।

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, Xiaomi MIX Fold 2 ফ্ল্যাগশিপ ফোনে স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন দ্বারা চালিত। আর স্টোরেজ হিসাবে এতে, ১২ জিবি র‌্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত রম পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য উক্ত ফোল্ডেবল স্মার্টফোনে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৬৭ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। Xiaomi MIX Fold 2 -এর পুরুত্ব খোলা অবস্থায় ৫.৪ মিমি ও ভাঁজ থাকাকালীন ১১.২ মিমি এবং এর ওজন প্রায় ২৬২ গ্রাম।

শাওমি মিক্স ফোল্ড ২ -এর দাম (Xiaomi MIX Fold 2 price)

শাওমি মিক্স ফোল্ড ২ স্মার্টফোনের ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ৮,৯৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ১,০৫,৯০০ টাকা) রাখা হয়েছে। আর, ৫১২ জিবি এবং ১ টেরাবাইট স্টোরেজ বিকল্পের দাম যথাক্রমে ৯,৯৯৯ ইউয়ান (প্রায় ১,১৭,৭০০ টাকা) এবং ১১,৯৯৯ ইউয়ান (প্রায় ১,৪১,৩০০ টাকা) থাকছে। এটি ব্ল্যাক এবং গোল্ড কালার ভ্যারিয়েন্টে এসেছে। প্রসঙ্গত, এই নয়া ফোল্ডেবল ফোনের প্রি-বুকিংয়ের কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে এবং এর প্রথম সেলের তারিখ ১৬ই আগস্ট নির্ধারণ করা হয়েছে।