Xiaomi Remove Important Feature from HyperOS

খারাপ খবর! গুগলের আপত্তিতে ফোন থেকে এই জনপ্রিয় ফিচার সরিয়ে নিচ্ছে Xiaomi

শাওমি (Xiaomi) আচমকাই তাদের নতুন সফ্টওয়্যার ভার্সন থেকে সরিয়ে দিচ্ছে একটি জনপ্রিয় বৈশিষ্ট্য। যে সমস্ত শাওমি ইউজাররা তাদের ফোনের ইউটিউব (YouTube)-এর মতো অ্যাপে ব্যাকগ্রাউন্ড ভিডিও প্লেব্যাক অপশনটি ব্যবহার করে থাকেন তাদের জন্য দুঃসংবাদ। মিইউআই ১২ (MIUI 12)-এর সাথে আসা ফিচারটি নতুন হাইপারওএস (HyperOS)-এ আর উপলব্ধ হবে না। সম্ভবত গুগলের সতর্কতার পরে চীনা ব্র্যান্ডটি একে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। কারণ স্ক্রিন বন্ধ রেখে ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালানোর ক্ষমতা শুধুমাত্র প্রিমিয়াম ইউজারদের জন্য উপলব্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।

HyperOS-এ মিলবে না ব্যাকগ্রাউন্ড ভিডিও প্লেব্যাক অপশন

শাওমির ফোনে আগে ব্যাকগ্রাউন্ড ভিডিও প্লেব্যাকের সুবিধা ইউটিউবের মতো অ্যাপে বিদ্যমান ছিল, এমনকি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেই এমন ব্যবহারকারীরাও সহজেই ব্যাকগ্রাউন্ডে তাদের পছন্দসই গান শুনতে পারতেন স্ক্রিন অফ করে। তবে শাওমি নতুন আপডেট সহ ভিডিও টুলবক্স থেকে ধীরে ধীরে এই ফিচারটি সরিয়ে ফেলবে। ভিডিও টুলবক্সটি এর দরকারি বৈশিষ্ট্যগুলির জন্য ব্যবহারকারীদের কাছ থেকে অত্যন্ত প্রশংসিত হয়েছিল এবং মিইউআই ১২ আপডেটের সাথে প্রকাশ করা হয়েছিল৷ এখন মিইউআই ১৫-এ (শাওমি হাইপারওএস নাম দিয়েছে), স্ক্রিন বন্ধ রেখে ভিডিও চালানোর কোনও বিকল্প থাকবে না৷ যারা এখনও এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে চান তাদের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে।

সুতরাং, যদি কেউ MIUI 12, MIUI 13, MIUI 14 এবং HyperOS (MIUI 15) সংস্করণগুলিতে সিকিউরিটি অ্যাপ আপগ্রেড করেন, তাহলে স্ক্রিন বন্ধ রেখে ভিডিও চালানোর ক্ষমতা লুপ্ত হয়ে যাবে। ফিচারটি খুঁজে না পাওয়া গেলে এটি যে ডিভাইস বা সফটওয়্যারের কোনও সমস্যা নয়, তা আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড নিজেই জানিয়েছে।

এক্ষেত্রে, শাওমিকে গুগলের নীতি মেনে চলতে হবে এবং দুর্ভাগ্যবশত ফিচারটি সরিয়ে ফেলতে হবে। যদিও ব্যবহারকারীরা খবরটি সামনে আসার পর কিছুটা বিরক্ত, তবে কোম্পানির এতে কিছুই করার নেই। তবে, এটা ভুলে গেলে হবে না যে বিভিন্ন পদ্ধতি এখনও রয়েছে। অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। ব্যবহারকারীর তাই ইচ্ছামতো পরিবর্তন করতে পারেন।