মাত্র ৬৯৯ টাকায় লঞ্চ হল Zebronics Zeb-Yoga 3 নেকব্যান্ড ইয়ারফোন

দেশীয় ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সংস্থা Zebronics এবার ভারতীয় বাজারে নিয়ে আসল তাদের নতুন নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন, যার নাম Zebronics Zeb-Yoga 3। এরগণমিক এবং ফ্লেক্সিবেল ডিজাইনের এই…

দেশীয় ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সংস্থা Zebronics এবার ভারতীয় বাজারে নিয়ে আসল তাদের নতুন নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন, যার নাম Zebronics Zeb-Yoga 3। এরগণমিক এবং ফ্লেক্সিবেল ডিজাইনের এই ইয়ারফোনে রয়েছে ব্লুটুথ ৫.০ সাপোর্ট। সংস্থার মতে, একক চার্জে এটি ১৭ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। একেবারেই বাজেট রেঞ্জে এখন কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই ইয়ারফোনটি। চলুন Zebronics Zeb-Yoga 3 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Zebronics Zeb-Yoga 3 ইয়ারফোনের দাম ও লভ্যতা

রিলায়েন্স ডিজিটাল অনলাইন স্টোরে জেব্রনিক্স জেব যোগা ৩ নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোনটির প্রারম্ভিক দাম ধার্য করা হয়েছে ৬৯৯ টাকা। তবে সংস্থার নিজস্ব ওয়েবসাইটে এর দাম রয়েছে ১,৮৯৯ টাকা। ব্ল্যাক, ব্লু গ্রীন এবং অরেঞ্জ এই চারটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন নতুন এই ইয়ারফোনটি।

Zebronics Zeb-Yoga 3 ইয়ারফোনের স্পেসিফিকেশন

নবাগত জেব্রনিক্স জেব যোগা ৩ নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোনটি মেটালিক ম্যাগনেটিক ইয়ারপিস সহ এরগণমিক এবং ফ্লেক্সিবেল ডিজাইনের সাথে এসেছে। এতে ব্যবহৃত হয়েছে ১৪এমএম ড্রাইভার, যা ব্যালেন্স সাউন্ড প্রোফাইল উৎপন্ন করতে সক্ষম।

শুধু তাই নয়, নতুন এই ইয়ারফোনটি একবার চার্জে ১৭ ঘণ্টা প্লেব্যাক টাইম অফার করতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি। আবার ফাস্ট চার্জিং সাপোর্টসহ আসায় মাত্র ১০ মিনিট চার্জে এটি ৮ ঘণ্টা পর্যন্ত ব্যবহারযোগ্য।

এছাড়া Zebronics Zeb-Yoga 3 ইয়ারফোনের কানেক্টিভিটি অপশনে সামিল হয়েছে ব্লুটুথ ৫.০ ভার্শন। এতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। পরিশেষে জানাই, ইয়ারফোনটির পরিমাপ ১১১.২x২৮.২x১৮২.৭ এমএম।