ভারতের অন্যতম ই-স্কুটার নির্মাতা Ather Energy তাদের সবচেয়ে পুরনো মডেল 450X-এর নতুন সংস্করণ লঞ্চ করল। এটি বেশি মাইলেজ ও একঝাঁক অত্যাধুনিক ফিচার্সের সঙ্গে আপগ্রেড করা হয়েছে। 2025 Ather 450X-এর 2.9 কিলোওয়াট আওয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টের দাম এখন 1.47 লক্ষ টাকা (এক্স-শোরুম), যেখানে 3.7 কিলোওয়াট আওয়ার ট্রিমের দাম 1.57 লক্ষ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।
2025 Ather 450X লঞ্চ হল ভারতে
নতুন 450X অপশনাল প্রো প্যাক সহ কেনা যাবে৷ বেস মডেলটির ক্ষেত্রে খরচ হবে 17,000 টাকা এবং বড় ব্যাটারির জন্য লাগবে 20,000 টাকা। ফিচার্সের দিক থেকে এথার নতুন নতুন নাম যোগ করেছে লিস্টে। যেমন ইলেকট্রিক স্কুটারটি এখন তিনটি ট্র্যাকশন কন্ট্রোল মোড অফার করবে – রেন, রোড এবং র্যালি। আবার ট্র্যাকশন সিস্টেম বন্ধ করার অপশনও থাকছে।
এথার তাদের ম্যাজিক টুইস্ট রিজেনারেটিভ ব্রেকিং বৈশিষ্ট্যটি 450 এপেক্স থেকে 450X মডেলে নামিয়ে এনেছে। এই বৈদ্যুতিক স্কুটারের জন্য এমআরএফ-এর সঙ্গে মিলে বিশেষ টায়ার তৈরি করেছে কোম্পানি। যার নাম জ্যাপার এন ই-ট্রেড টায়ার। এই টায়ার কম রোলিং অ্যাসিস্টেন্সের জন্য 25 শতাংশ বেশি রিয়েল ওয়ার্ল্ড রেঞ্জ সরবরাহ করবে বলে দাবি এথার এনার্জির। আইডিসি অর্থাৎ আইডিয়াল ড্রাইভিং কন্ডিশনে রেঞ্জ থাকছে 160 কিলোমিটার।
এথার 450X এর 2.9 কিলোওয়াট ভার্সনের ট্রু রেঞ্জ 85 কিলোমিটার থেকে বেড়ে হয়েছে 105 কিলোমিটার।
অন্যদিকে, 3.7 কিলোওয়াট আওয়ার ব্যাটারির ট্রু রেঞ্জ বেড়ে দাঁড়িয়েছে 130 কিলোমিটার। যা আগের থেকে 25 কেমি বেশি। প্রো প্যাকের সঙ্গে AtherStack 6 সফটওয়্যার যুক্ত থাকছে। এটি গুগল ম্যাপ, আলেক্সা পেয়ারিং, ড্যাশবোর্ডে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, পিং মাই স্কুটার এবং লাইভ শোকেশন শেয়ার করতে দেবে। কোম্পানি 700 ওয়াট হোম চার্জার দিচ্ছে। এটি বেস মডেলের ব্যাটারি তিন ঘন্টার মধ্যে 0-80 শতাংশ চার্জ করবে।