চীনের পর Redmi Note 15 সিরিজ এবার ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরা ও ব্যাটারিতে থাকবে চমক

শাওমি সম্প্রতি চীনে Redmi Note 15 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Redmi Note 15 Pro 5G ও Redmi Note 15 Pro+ 5G মডেলগুলি বাজারে এসেছে। এছাড়া গত রবিবার পর্দা সরানো হয়েছে Redmi Note 15R 5G মডেলের উপর থেকে, যা মূলত ভারতীয় Redmi 15 5G-এর রি-ব্র্যান্ডেড ভার্সন। জানা গেছে, শীঘ্রই ভারতীয় বাজারেও পা রাখতে চলেছে Redmi Note 15 সিরিজ। তবে আজ জনপ্রিয় এক টিপস্টার দাবি করেছেন যে, আসন্ন এই সিরিজের চীনা ও ভারতীয় ভার্সনের ফিচারের মধ্যে পার্থক্য থাকবে।

ভারতে Redmi Note 15 সিরিজ কী কী পরিবর্তন সহ লঞ্চ হবে

টিপস্টার @heyitsyogesh একটি এক্স পোস্টে দাবি করেছেন যে, Redmi Note 15 সিরিজের ভারতীয় ভার্সন ও চীনা ভার্সনের মধ্যে কিছু পার্থক্য নজরে আসবে। যদিও এমনটা আমরা আগেও দেখেছি। সাধারণত Note সিরিজের ভারতীয় ভার্সনে ক্যামেরা ফিচার এবং ব্যাটারি ক্যাপাসিটি ভিন্ন থাকে। এর সাথে স্মার্টফোনগুলি নতুন কয়েকটি স্টোরেজ ও কালার অপশন সহ পাওয়া যেতে পারে।

যদিও টিপস্টার তার পোস্টে ঠিক কোন কোন ক্ষেত্রে পার্থক্য দেখা যাবে সেটা উল্লেখ করেননি। এমনকি রেডমি ইন্ডিয়ার তরফেও নোট ১৫ সিরিজের উপলব্ধতা সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। আশা করা যায়, এই সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

Redmi Note 15 Pro+ এর রিব্র্যান্ডেড ভার্সন হবে POCO M8 Pro

আরেকটি রিপোর্টে সম্প্রতি দাবি করা হয়েছে, গ্লোবাল মার্কেটে Redmi Note 15 Pro+ ডিভাইসটি POCO M8 Pro নামে পাওয়া যাবে। অর্থাৎ রেডমির প্রিমিয়াম মডেল রিব্র্যান্ড করে পোকো ফের গ্লোবাল মার্কেটে নিজের জায়গা পোক্ত করতে চাইছে। রিব্র্যান্ডিং হওয়ায় দুই ফোনের ফিচারের মধ্যে খুব একটা পার্থক্য থাকবে না। কেবল এদের ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং স্পিড ভিন্ন হবে বলে জানা গেছে।

POCO M8 Pro মডেলে যেখানে আমরা ৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাবো। সেখানে Redmi Note 15 Pro+ স্মার্টফোনটি ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াট চার্জিং সহ এসেছে।