অটোকার

মধ্যবিত্তের স্বপ্নপূরণে এগিয়ে এল Tata, মাত্র 4.99 লক্ষে লঞ্চ করল নতুন গাড়ি

Published on:

2025 tata tiago launched at rs 4 99 lakh with new features and colours

2025 Tata Tiago ভারতে লঞ্চ হয়ে গেল। গাড়িটির নিউ এডিশনে নতুন ফিচার্স, ডিজাইন, এবং কালার অপশন যোগ করা হয়েছে। পেট্রল মডেলের দাম 4.99 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। অন্যদিকে, ইলেকট্রিক ভার্সনের মূল্য রাখা হয়েছে 7.99 লক্ষ টাকা (এক্স-শোরুম)। এই আপডেটেড হ্যাচব্যাক ভারত মোবিলিটি গ্রোবাল এক্সপো-তে প্রকাশ্যে আনা হবে। সোশ্যাল মিডিয়াতে গাড়িটির লঞ্চের বিষয়ে ঘোষণা করেছে টাটা মোটরস।

2025 Tata Tiago ভারতে লঞ্চ হল

টিজার দেখে অনুমান, টাটা টিগাগোর লুকস আগের মডেলের মতোই থাকছে। তবে, সামনের গ্রিল এবং এলইডি ল্যাম্পের নকশায় কিছুটা বদল আসতে পারে। অ্যালয় হুইলের ডিজাইন অপরিবর্তিত। এমনকি, ছাদে শার্ক ফিন অ্যান্টেনা ধরে রাখা হয়েছে। গাড়িটি পেট্রল, সিএনজি, ও বৈদ্যুতিক সংস্করণে উপলব্ধ। পাঁচটি প্রাইমারি ট্রিমে কেনা যায় এই গাড়ি। যেগুলি হল XE, XM, XT, XZ এবং XZ।

WhatsApp Community Join Now

2025 টাটা টিয়াগোর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে নতুন 10.25-ইঞ্চি ফ্লোটিং টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, এলইডি হেডলাইট, আলোকিত টাটা লোগো সহ নতুন স্টিয়ারিং এবং নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। তবে মনে রাখবেন যে এই বৈশিষ্ট্যগুলি শুধুমাত্র টপ-স্পেক XZ প্লাস ট্রিমে পাওয়া যাবে।

গাড়ির সেফটি ফিচার্সের মধ্যে থাকছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, এবিএস সহ ইবিডি, এবং ইলেকট্রণিক স্টেবিলিটি কন্ট্রোল সিস্টেম। এছাড়া, ইলেকট্রিক ভার্সনে চামড়া-মোড়ানো স্টিয়ারিং হুইল, সিক্স-ওয়ে অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট এবং ক্রুজ কন্ট্রোল বৈশিষ্ট উপলব্ধ হবে।

মেকানিক্যাল দিক থেকে নতুন টাটা টিয়াগো কোনও আপগ্রেড পাচ্ছে না। পেট্রল মডেলের 1.2 লিটার রেভোট্রন ইঞ্জিন থেকে 84 হর্সপাওয়ার ও 113 এনএম টর্ক উৎপন্ন হবে। সঙ্গে মিলবে ফাইভ স্পিড ম্যানুয়াল অথবা অটোমেটিক গিয়ারবক্স। আর সিএনজি ভ্যারিয়েন্ট থেকে পাওয়া যাবে 72 হর্সপাওয়ার এবং 95 এনএম টর্ক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন