অটোকার

নতুন বছরের শুরুতেই চর্চায় এই বাইক, বাড়ছে ক্রেতাদের প্রত্যাশা

Published on:

Aprilia tuono 457 listed on india website bookings open before launch

ইতালির বিখ্যাত হাই-পারফরম্যান্স মোটরসাইকেল নির্মাতা, এপ্রিলিয়া ভারতে খুব তাড়াতাড়ি Aprilia Tuono 457 লঞ্চ করতে চলেছে। বাইকটি ইতিমধ্যেই এপ্রিলিয়া ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। আবার কোম্পানির কিছু ডিলার বুকিং আনঅফিসিয়ালি চালু করে দিয়েছে। বুক করার জন্য দিতে হচ্ছে 10,000 টাকা। বাইকটি দেশের বাজারে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

Aprilia Tuono 457-এর বুকিং শুরু হল

Tuono 457 আসলে গত বছর ভারতে লঞ্চ হওয়া এপ্রিলিয়ার সবচেয়ে সস্তা ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক, RS457-এর নেকেড ভার্সন। এতে ফেয়ারিং অনুপস্থিত এবং আরও সোজা ও আরামদায়ক রাইডিং পজিশন রয়েছে। বাইকে স্পোর্টি ট্রিপল ফুল-এলইডি হেডল্যাম্প ক্লাস্টার আছে। পিরানহা রেড এবং পুমা গ্রে নামে দুই কালার অপশনে আসবে এপ্রিলিয়া টুওনো 457।

WhatsApp Community Join Now

টুওনো 457 মডেলে 457 সিসির প্যারালাল টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি 47.55 পিএস ও 43.5 এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সঙ্গে সিক্স স্পিড গিয়ারবক্স বর্তমান। বি-ডিরেকশনাল কুইকশিফটারের বিকল্পও থাকতে পারে। ফুল-এলইডি লাইটিং, ট্র্যাকশন কন্ট্রোল, রাইড মোড, ব্লুটুট কানেক্টিভিটি, রঙিন TFT কনসোল সহ নানা আকর্ষণীয় ফিচার্স মিলবে।

বাইকে সাসপেনশনের দায়িত্ব সামলাবে প্রি-লোড অ্যাডজাস্টেবল USD (আপসাইড ডাউন) ফর্ক ও মনোশক। দুই চাকায় থাকবে ডিস্ক ব্রেক। 17 ইঞ্চির চাকা থাকছে উভয় প্রান্তে। ফ্রন্ট ও রিয়ার টায়ার যথাক্রমে 110 এবং 150 সেকশনের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন