বিলাসবহুল গাড়ির জন্য পরিচিত বিখ্যাত জার্মান ব্র্যান্ড BMW-এর টু-হুইলার শাখা BMW Motorrad ভারতে তাদের সমস্ত মোটরসাইকেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যা 1 জানুয়ারি থেকে দেশজুড়ে বিএমডব্লিউ মোটোরাডের সমস্ত আউটলেটে কার্যকর হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, মডেল ও ভ্যারিয়েন্ট ভেদে বাইকগুলির দাম 2.5 শতাংশ পর্যন্ত বেড়েছে।
BMW Motorrad ভারতে বাইকের দাম বাড়াল
মোটরসাইকেল ও সেগমেন্টের উপর এই মূল্যবৃদ্ধি নির্ভর করছে। উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমানে G310R এবং G310GS হল ভারতের বাজারে বিক্রি হওয়া সবচেয়ে সাশ্রয়ী মূল্যের BMW বাইক। তাই এন্ট্রি লেভেল প্রাইসিংয়ের কারণে, এই বাইকগুলির দাম সর্বনিম্ন হারে বাড়বে বলে আশা করা যায়।
বিএমডব্লিউ’র থেকে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নিয়ে টিভিএস ভারতের মাটিতেই G310R এবং G310GS এর মতো 300 সিসি ক্যাটাগরির বাইক উৎপাদন করছে। সেই কারণে এদের দাম কিছুটা সাধ্যের মধ্যে। অন্যদিকে, দামি হওয়ার কারণে প্রিমিয়াম মডেল কিনতে আরও বেশি খরচ হবে ক্রেতাদের। কারণ এই ধরনের বাইকগুলি বিত্তশালী ক্রেতাদের চাহিদা পূরণ করতেই বাজারে আনা।
বিএমডব্লিউ মোটোরাড এখন ভারতে মোট 24টি মোটরসাইকেল বিক্রি করে, এবং ভ্যারিয়েন্ট গণনা করলে সংখ্যাটি 30-এর উপরে। এই বছরে দেশে আরও কয়েকটি নতুন বাইক লঞ্চের পরিকল্পনা করছে তারা। উল্লেখ্য, পয়লা জানুয়ারি থেকে বিএমডব্লিউ তাদের চার চাকা গাড়ির দাম বাড়িয়েছে। স্থানীয়ভাবে অ্যাসেম্বল মডেল থেকে শুরু করে সম্পূর্ণ তৈরি করে আমদানি করা গাড়ির দাম 3 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।