অটোকার

চালাতে যেমন আরাম, তেমন দুর্ধর্ষ মাইলেজ, TVS-এর এই বাইক কিনতে ভিড় ক্রেতাদের

Published on:

budget-friendly-fuel-efficient-motorbike-tvs-radeon-best-choice

নিত্য যাতায়াতের জন্য অনেকেই এমন মোটরসাইকেলের সন্ধানে থাকেন যা কেবল চমৎকার মাইলেজ নয়, বরং বাজেট-ফ্রেন্ডলিও হবে। বাজারে এত বেশি বিকল্পে রয়েছে যে এমন একটি বাইক খুঁজে পাওয়া বেশ মুশকিল হয়ে পড়েছে। তাহলে আপনার জন্য আধুনিক বৈশিষ্ট্য, শক্তিশালী কর্মক্ষমতা এবং সাশ্রয়ী মূল্যের মধ্যে নিখুঁত ভারসাম্য দিতে পারে এমন বাইক হল TVS Radeon।

TVS কোম্পানি বাইকটি এমন ভাবে ডিজাইন করেছে যে এটি যে কোনও রাইডারের দৃষ্টি আকর্ষণ করতে পারে। শহুরে যাতায়াত এবং অবসর সময়ে ভ্রমণ উভয়ের জন্যই একটি স্টাইলিশ বিকল্প এই বাইক। এর আধুনিক বৈশিষ্ট্যগুলি সামগ্রিক রাইডিং অভিজ্ঞতাকে উন্নত করে।

WhatsApp Community Join Now

ফিচার্স ও সেফটি

টিভিএস রেডিয়নের উল্লেখযোগ্য ফিচার্স হল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যার মধ্যে একটি ডিজিটাল স্পিডোমিটার রয়েছে, যা স্পষ্ট এবং নির্ভুল রিডিং প্রদান করে। এছাড়াও, মিলবে এলইডি হেডলাইট এবং ইন্ডিকেটর, যা রাতের বেলায় বা কম আলোতে যাত্রার সময় ভালো দৃশ্যমানতা এবং সুরক্ষা প্রদান করে।

মোটরসাইকেলটির সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক। যা নির্ভরযোগ্য ভাবে বাইক থামানোর জন্য কার্যকরী। পাশাপাশি নিরাপদ রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করে। পাশাপাশি এতে রয়েছে টিউবলেস টায়ার এবং অ্যালয় হুইল।

ইঞ্জিন পারফরম্যান্স

টিভিএস রেডিয়নে রয়েছে ১০৯.৭ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বোচ্চ ৮.৯ হর্সপাওয়ার এবং ৮.৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। রাইডাররা এই বাইক থেকে প্রতি লিটারে ৭৫ কিলোমিটারের মাইলেজ আশা করতে পারেন, যা বর্তমান পরিস্থিতিতে একটি সাশ্রয়ী বিকল্প করে তোলে।

আরও পড়ুনঃ সৌরশক্তি চালিত গাড়ি বানিয়ে তাক লাগালেন অঙ্কের স্যার! দেশ-বিদেশ থেকে প্রশংসার বন্যা

বাইকের দাম

এই মুহূর্তে মারতের বাজারে TVS Radeon বাইকের এক্স-শোরুম দাম ৭৭,৩২৯ টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন