অটোকার

ভারতের বাজার ধরতে ঝাঁপাচ্ছে ইতালির বিখ্যাত বাইক নির্মাতা Ducati, এই বছর লঞ্চ করবে 14টি নতুন মডেল

Published on:

ducati to launch 14 new motorcycles and expand dealerships in india in 2025

2025 সাল শুরু হতেই ভারতে তাদের ব্যবসায়িক পরিকল্পনার কথা প্রকাশ করল ইতালির বিখ্যাত হাই পারফরম্যান্স মোটরসাইকেল নির্মাতা ডুকাটি (Ducati)। সংস্থাটি চলতি বছরে দেশের বাজারে মোট 14টি বাইক আনার কথা জানিয়েছে। যার মধ্যে নতুন মডেল, বিশেষ সংস্করণ (লিমিটেড এডিশন) এবং বিদ্যমান বাইকের আপডেট করা ভার্সন অর্ন্তভুক্ত রয়েছে।

Ducati ভারতে 2025 সালে 14টি বাইক লঞ্চ করবে

ব্যবসা বাড়াতে ভারতের বড় ও গুরুত্বপূর্ণ শহরগুলিতে নতুন শোরুম খোলার লক্ষ্য রাখছে ডুকাটি। নতুন মডেলের মধ্যে প্রথমেই নাম আসবে Panigale V4 স্পোর্টস বাইকের। বর্তমানে এটির সপ্তম জেনারেশন চলছে। গত বছর আন্তর্জাতিক বাজারে বাইকটি ব্যাপক আপগ্রেডের সঙ্গে আত্মপ্রকাশ করেছে এবং অবশেষে 2025 সালে ভারতে আসতে চলেছে।

WhatsApp Community Join Now

Panigale V4-কে সঙ্গ দেবে তার নেকেড অবতার ফোর্থ জেনারেশন Streetfighter V4। পাশাপাশি ডুকাটি তাদের নতুন V2 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে নিউ মডেল ভারতে আনবে। যেমন Multistrada V2, Streetfighter V2, এবং Panigale V2। লিস্টে আরও নাম রয়েছে ডেজার্টএক্স ডিসকভারি ও সেকেন্ড-জেন স্ক্র্যাম্বলার ডার্কের।

এছাড়াও, একটি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল লঞ্চ হবে বলেও শোনা যাচ্ছে। অন্যদিকে, পাঁচটি লিমিটেড এডিশন মডেলের মধ্যে তিনটি ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। যার মধ্যে রয়েছে বেন্টলির Diavel, Panigale V2 ফাইনাল এডিশন এবং Panigale V4 Tricolore Italia। আর বুকিংয়ের জন্য উপলব্ধ Scrambler Rizoma এবং Panigale V4 Tricolore। এই মাসেই ডুকাটির নতুন প্রোডাক্ট প্রকাশ হবে বলে আশা করা যায়।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন