দেশে টেসলার (Tesla) আগমন নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। খুব শীঘ্রই এই মার্কিন সংস্থা ভারতে ইলেকট্রিক গাড়ি নিয়ে হাজির হবে বলে খবর। যদিও ভারতে টেসলা কতটা সফল হবে তা নিয়ে নানা মুনির নানা মত। বিশেষ করে দেশীয় সংস্থাগুলি এই বিষয়ে কতটা উদ্বিগ্ন তার একটা আভাস পাওয়া গিয়েছে। সম্প্রতি এই প্রসঙ্গে মন্তব্য করেছেন জেএসডব্লিউ গোষ্ঠীর চেয়ারম্যান সজ্জল জিন্দল। তিনি জোর দিয়ে বলেন, দেশে টেসলার সাফল্য অনিশ্চিত।
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন, “টেসলার ইলন মাস্ক এই দেশে সফল হতে পারবেন না। কারণ আমরা ভারতীয়রা এখানে আছি। তিনি মাহিন্দ্রা যা করতে পারে, টাটা যা করতে পারে তা তৈরি করতে পারবেন না। এটা সম্ভব নয়। তিনি ট্রাম্পের ছায়ায় সফল হতে পারেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভালো করতে পারেন, তিনি অত্যন্ত স্মার্ট, এতে কোন সন্দেহ নেই। কিন্তু ভারতে সফল হওয়া সহজ কাজ নয়।”
তাঁর দৃঢ় বিশ্বাস, যে টেসলাকে শক্তিশালী দেশীয় গাড়ি নির্মাতাদের বিরুদ্ধে ভারতে নিজেকে প্রতিষ্ঠিত করতে কঠিন লড়াই করতে হবে। তিনি ভারতীয় ব্র্যান্ডগুলির, বিশেষ করে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবং টাটা মোটরসের আধিপত্যের উপর জোর দিয়েছেন। তিনি বলেন, এই সংস্থাগুলির কাছে ভারতীয় বাজার এবং গ্রাহকদের পছন্দ সম্পর্কে গভীর ধারণা রয়েছে।
প্রসঙ্গত, টেসলার মতো বিদেশী সংস্থাদের সুবিধা করে দিতে ভারত সরকার বৈদ্যুতিক যাত্রীবাহী গাড়ির উপর আমদানি শুল্ক বর্তমান ৭০-১০০ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। তবে এই ছাড় পাওয়ার জন্য সংস্থাগুলিকে তিন বছরের মধ্যে মেক ইন ইন্ডিয়া অভিযানে কমপক্ষে ৪,১৫০ কোটি টাকা বা ৫০ কোটি ডলার বিনিয়োগ করতে হবে।
অন্যদিকে, এমজি মোটর ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ৩৫% অংশীদারিত্বের মাধ্যমে দেশের গাড়ি বাজারে প্রবেশ করেছে জেএসডব্লিউ। এমজি মোটর ইন্ডিয়ার সাথে এই যৌথ উদ্যোগের মাধ্যমে সরাসরি টাটা মোটরস এবং মাহিন্দ্রার মতো প্রতিষ্ঠিত সংস্থাগুলিকে চ্যালেঞ্জ জানাচ্ছে তারা।
Photo Credit: ইউটিউব
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.