শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: Hero Xtreme 250R শোরগোল ফেলে জানুয়ারিতে ভারত মোবিলিটি এক্সপো-তে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছিল। তার প্রায় দুই মাস পর নেকেড বাইকটির বুকিং চালু করার কথা ঘোষণা করেছে দেশের বৃহত্তম টু-হুইলার সংস্থাটি। দুর্ধর্ষ দেখতে Xtreme 250 বুক করার জন্য ১০,০০০ টাকা নিচ্ছে কোম্পানি। এই অর্থ রিফান্ডেবল বলে জানিয়েছে হিরো। ডেলিভারি খুব শীঘ্রই শুরু করা হবে। বাইকটির দাম ১.৮০ লাখ (এক্স-শোরুম) টাকা। এটি বর্তমানে হিরোর সবথেকে বেশি হর্সপাওয়ারের মডেল।
হিরো এক্সট্রিম ২৫০আর একটাই ভেরিয়েন্ট ও তিনটি রঙে পাওয়া যাচ্ছে – ফায়ারস্টর্ম রেড, স্টিলথ ব্ল্যাক এবং নিয়ন শুটিং স্টার। এতে ২৫০ সিসির লিকুইড কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা সর্বোচ্চ ৩০ হর্সপাওয়ার শক্তি এবং ২৫ এনএম সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে সক্ষম। মাসকুলার ফুয়েল ট্যাংক, থ্রিডি লোগো, ও ইংরেজি ‘আর’ লেখা তীর-আকৃতির ট্যাংক এক্সটেনশন নজর কেড়ে নেয়।
মোটরসাইকেলটি মাত্র ৩.২৫ সেকেন্ডের মধ্যে প্রতি ঘন্টায় ০-৬০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে বলে দাবি নির্মাতা সংস্থার। ফলে ভারতের দ্রুততম কোয়ার্টার-লিটার স্ট্রিটফাইটার মডেলের তকমা পেয়েছে এটি। সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, এবং মিউজিক কন্ট্রোলের মতো ফিচার্স দেওয়া হয়েছে।
এছাড়া, নতুন হিরো এক্সট্রিম ২৫০আর ল্যাপ টাইমার, ড্র্যাগ টাইমার, এবং সুইচযোগ্য অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম পেয়েছে। বাইকটি স্টিলের ট্রেলিস ফ্রেমের উপর তৈরি। সম্পূর্ণ এলইডি লাইটিং সেটআপ ও সামনের দিকে সোনালী রঙের আপসাইড ডাউন ফর্ক পাওয়া যাবে। Suzuki Gixxer 250 ও Bajaj Pulsar N250-এর সাথে নতুন বাইকটির প্রতিযোগিতা চলবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.