অফারের মেয়াদ এখনও রয়েছে। Honda Amaze গাড়ির পুরনো স্টকগুলির উপর দেওয়া হচ্ছে এক লক্ষ টাকা ছাড়। সম্প্রতি নতুন Amaze বাজারে এনেছে কোম্পানি। যার ফলে শোরুমে রয়েছে একাধিক পুরনো স্টক। যেগুলি দ্রুত খালি করতে এই অফার বলে জানা গিয়েছে বিভিন্ন প্রতিবেদনে। অনেকেই নির্ভরযোগ্য গাড়ি মনে করেন এই মডেলকে। আপনিও যদি কেনার পরিকল্পনা করেন তাহলে অফারটি বিস্তারিত জেনে নিন।
অফারে যাওয়ার আগে জানিয়ে রাখি, সম্প্রতি যে Honda Amaze লঞ্চ হয়েছে, তা তৃতীয় প্রজন্মের মডেল। গাড়ির দাম শুরু 7.99 লক্ষ টাকা থেকে। ডিজাইন, কেবিন লুক এবং ফিচার্স আপডেট করা হয়েছে। তবে ইঞ্জিন অপরিবর্তিত রয়েছে। নতুন গাড়ি আসার ফলে পুরনো মডেলে লাখ টাকা ছাড় দিচ্ছে হোন্ডা।
আপনি যদি Honda Amaze কিনতে চান এবং মনে করেন যে নতুন মডেলে পুরানো মডেলের তুলনায় খুব বেশি আপগ্রেড নেই, তাহলে এটি ভালো সুযোগ হতে পারে। অবিক্রিত পুরানো মডেলে এক লক্ষ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। ডিলার ইনভেন্টরির উপর ভিত্তি করে পাওয়া যাবে অফার। যতদিন স্টক থাকবে ততদিন কম দামে কেনা যাবে গাড়িটি।
Honda Amaze ছাড়াও, অন্যান্য Honda মডেলে ডিসকাউন্ট গত মাস থেকে জানুয়ারি অব্দি জারি রাখা হয়েছে। Honda City গাড়িতে 73,000 টাকা পর্যন্ত সুবিধা পাবেন। সিটির হাইব্রিড মডেলগুলি 90,000 টাকার ক্যাশ ডিসকাউন্ট-সহ বিক্রি করা হচ্ছে। SUV গাড়ি Elevate এর উপর 86,000 টাকা পর্যন্ত আকর্ষণীয় ছাড় রয়েছে। তবে এই অফারগুলি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ এবং 2024 সালে উৎপাদন হওয়া মডেলগুলিতে বৈধ।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.