ভারতে এখন হোন্ডার সবথেকে জনপ্রিয় গাড়ি বলতে পারেন Elevate। কারণ এটি লঞ্চের মাত্র ১৮ মাস হয়েছে, তার মধ্যে ১ লাখ বিক্রির মাইলস্টোন স্পর্শ করেছে গাড়িটি। Honda Elevate SUV দেশের বাজারে Hyundai Creta Kia Seltos, Maruti Vitara এর মতো বড় গাড়িগুলিকে টেক্কা দেয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে বাজারে আসে এই চার চাকা। ভারতে গাড়িটি ১১ লাখ (এক্স-শোরুম) টাকায় লঞ্চ হয়েছিল।
Elevate, শুধু ভারতে নয়, অন্যান্য দেশেও বিক্রি করে হোন্ডা। চলতি বছর জানুয়ারি পর্যন্ত দেশের মধ্যে মোট ৫৩,৩২৬টি ইউনিট বিক্রি করেছিল কোম্পানি, আর রফতানি করা হয়েছে ৪৭,৬৫৩টি ইউনিট। এই গাড়ি জাপান, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ভুটানের মতো দেশে রফতানি করা হয়। এটা হোন্ডার প্রথম মেড ইন ইন্ডিয়া গাড়ি যা জাপানে লঞ্চ করেছিল কোম্পানি।
ভারতে হোন্ডা এলিভেটের দাম শুরু ১১.৯১ লাখ টাকা থেকে। টপ মডেলের দাম ১৬.৭৩ লাখ টাকা। মনে রাখবেন, এটি অন-রোড প্রাইস নয়। এই গাড়ি – SV, V, VX, ZX চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। সম্প্রতি ZX ভ্যারিয়েন্টের উপর নতুন সিগনেচার ব্ল্যাক এডিশন লঞ্চ করেছে হোন্ডা। কোম্পানির দাবি, অর্ধেকের বেশি গ্রাহক এই গাড়ির টপ মডেল ZX ভ্যারিয়েন্ট বেছে নিয়েছেন। পাশাপাশি, ১০ জনের মধ্যে ৮ জন ক্রেতা CVT ট্রান্সমিশন পছন্দ করেছেন।
গাড়িতে রয়েছে ১.৫ লিটার পেট্রল ইঞ্জিন, যা ১১৯ হর্সপাওয়ার এবং ১৪৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এর সঙ্গে দু’রকম ট্রান্সমিশন বেছে নেওয়ার সুযোগ রয়েছে – একটি ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স, আর একটি ৭ স্পিড CVT অটোমেটিক গিয়ারবক্স। গাড়িতে বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে, ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন, ৭ ইঞ্চি সেমি-ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং, সানরুফ, ADAS, ৬টি এয়ারব্যাগ, ইলেক্ট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল ইত্যাদি।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.