অটোকার

300 থেকে 500 সিসির একঝাঁক দুর্দান্ত বাইক আনছে Honda, চাপে পড়বে রয়্যাল এনফিল্ড

Published on:

honda rebel 300 and new 500cc bikes expected to launch in india next year

কম সিসির বাইকের পর উচ্চ সিসির বাইকের ক্ষেত্রে ভারতকে গুরুত্বপূর্ণ বাজার হিসাবে মনে করছে হোন্ডা। জাপানের এই জনপ্রিয় টু-হুইলার কোম্পানি আগামী বছর একগুচ্ছ নতুন মোটরসাইকেল এদেশে লঞ্চের পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। এগুলি হোন্ডা বিগউইং ডিলারশিপের মাধ্যমে বিক্রি হবে, যার মধ্যে Honda Rebel 300 নামের একটি আকর্ষণীয় ক্রুজার বাইক রয়েছে।

৫০০ সিসি ইঞ্জিন রেঞ্জের মোটরসাইকেলও লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কোম্পানি। সাম্প্রতিক সময়ে দেশে প্রিমিয়াম বাইকের প্রতি রাইডারদের চাহিদা বৃদ্ধি পেয়েছে। সরকারের তরফে আমদানি করে ছাড়ের সিদ্ধান্ত, কোম্পানিগুলিকে উৎসাহিত করেছে। যে কারণে হোন্ডার মতো কোম্পানি, যাদেরা নজর মূলত দেশে কম সিসির বাইকেই সীমাবদ্ধ ছিল, তারাও এবার উচ্চ সিসির বাইক আনার কথা ভাবছে।

যাঁরা জানেন না তাঁদের জানিয়ে রাখি, Honda Rebel 300 ইতিমধ্যেই বিদেশের বাজারে উপলব্ধ এবং বেশ জনপ্রিয়। এই বাইকে ২৮৬ সিসি লিকুইড-কুলড ইঞ্জিন রয়েছে, যা CB300R তেও বর্তমান। তবে, Rebel 300 একটি ভিন্ন চ্যাসিস-সহ একটি ববার-স্টাইলের ক্রুজার মোটরসাইকেল ও আসনের উচ্চতা ৬৯০ মিলিমিটার। মোটরসাইকেলটির ওজন ১৭০ কেজি।

দামের ক্ষেত্রে, স্থানীয়করণের কারণে Rebel 300 এর দাম ২.৪০ লক্ষ টাকার নীচে হতে পারে বলে আশা করা হচ্ছে। স্থানীয়করণের কারণে Honda ইতিমধ্যেই CB300R এর দাম ২.৪০ লক্ষ টাকা নির্ধারণ করেছে। ভারতে Rebel 300 এর দাম যদি সাশ্রয়ী রাখা হয়, তাহলে এটি Royal Enfield 350 সিরিজের বাইকগুলিকে টেক্কা দিতে পারে।

এছাড়াও, হোন্ডা একটি নতুন ভারতের বাজারকে লক্ষ্য করে ৫০০ সিসি রেঞ্জে দুটি ভিন্ন মোটরসাইকেল আনার সিদ্ধান্ত নিয়েছে। মোটরসাইকেলগুলির কোডনেম MLHJ এবং MLWA। দুই বাইক সম্পর্কিত আর কোনও তথ্য আপাতত জানা যায়নি। উল্লেখ্য, আগামী বছর ভারতে তাদের প্রথম অ্যাডভেঞ্চার স্টাইলের ম্যাক্সি স্কুটার লঞ্চ করতে পারে হোন্ডা, যার নাম ADV160। এটি বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে বিক্রি হয়।এটি বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে বিক্রি হয়।