2024 সালটা খুব একটা খারাপ গেল না Hyundai এর। দেশের নড়বড়ে গাড়ির বাজারে ইতিবাচক ফলাফল করে উচ্ছ্বসিত দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। ভারতের ভিতর গত বছর মোট 6,05,433 গাড়ি বিক্রি করেছে হুন্ডাই। তার মধ্যে ডিসেম্বরে বিক্রি হয়েছে 55,078টি ইউনিট। দেশে উৎপাদন করে রফতানি করা হয়েছে 1,56,686টি গাড়ি। এর মধ্যে ডিসেম্বরে রফতানি হয়েছে 12,870টি ইউনিট।
সবথেকে বেশি বিক্রি হয়েছে Creta। ভারতে SUV সেগমেন্টে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে গাড়িটি। 2024 সালে দেশের বাজারে Creta এর 1,86,919টি ইউনিট বিক্রি করেছে হুন্ডাই। সংস্থার ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার তরুণ গর্গ জানিয়েছেন, সবথেকে বেশি এসইউভি’র ডোমেস্টিক সেল (67.6 শতাংশ) হয়েছে 2024 সালে।
পাশাপাশি Hy-CNG Duo প্রযুক্তি সংস্থার CNG গাড়ির বাড়াতে সাহায্য করেছে। 2024 সালে মোট বিক্রির 13.1 শতাংশ CNG গাড়ি, যা 2023 সালে ছিল 10.4 শতাংশ। 2025 সালে এই ধারা বজায় রাখার জন্য একাধিক নতুন গাড়ির ঘোষণা করেছে সংস্থা। এর মধ্যে একটি Hyundai Creta এর ইলেকট্রিক সংস্করণ।
Hyundai Creta EV কবে আসবে
এক্ষেত্রে জানিয়ে রাখি, Creta এর ইভি সংস্করণ খুব শীঘ্রই লঞ্চ করতে পারে হুন্ডাই। এ মাসে Bharat Mobility Show- তে গাড়িটি উন্মোচন করা হবে। বেশ কিছু জায়গায় পেট্রল মডেলের অনুরূপ হলেও, ফিচার্স, ইঞ্জিন ও বাহ্যিক ডিজাইনে চমক দিতে পারে সংস্থা। এই গাড়িটির আলাদা পরিচয় গড়ে তোলার লক্ষ্য হুন্ডাইয়ের। রেঞ্জ পাওয়া যেতে পারে 430 থেকে 502 কিলোমিটার।
অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (ADAS), 360 ডিগ্রি ক্যামেরা, গুচ্ছের টেক ফিচার্স, USB চার্জিং, উন্নত ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম-সহ একাধিক বৈশিষ্ট্য নিয়ে বাজারে হাজির হতে চলেছে হুন্ডাই ক্রেটা ইভি।