অটোকার

ভারতের বিখ্যাত বাইক কোম্পানির সঙ্গে মিলে ইলেকট্রিক গাড়ি বানাবে কোরিয়ার Hyundai

Published on:

Hyundai motor india may partner tvs motor company for electric three wheeler

Hyundai India এবং TVS Motor যৌথভাবে একটি সম্পূর্ণ নতুন ইলেকট্রিক ভেহিকেল আনতে পারে দেশের বাজারে। এটি একটি অল ইলেকট্রিক থ্রি-হুইলার হতে চলেছে। যার নকশা এবং প্রকৌশলের দায়িত্বে থাকবে Hyundai। এবং উৎপাদন করবে TVS। এই উদ্যোগের মাধ্যমে ভারতে ইলেকট্রিক গাড়ির বাজারে দ্রুত প্রসারিত হওয়ার লক্ষ্য হুন্ডাইয়ের।

Hyundai ও TVS মিলে আনছে তিন চাকার EV

সূত্রের দাবি, উভয় ব্র্যান্ডের মধ্যে আলোচনা শুরু হয়েছে। একটি সম্ভাব্য অংশীদারিত্বের ঘোষণা হতে পারে। যেখানে টিভিএস উৎপাদন চুক্তির অধীনে স্থানীয়ভাবে ইলেকট্রিক থ্রি-হুইলার তৈরি করবে। জানা গিয়েছে, হুন্ডাইয়ের মাইক্রো-মোবিলিটি গাড়ির আর্কাটেকচার টিভিএস-এর সঙ্গে ভাগ করা হবে। দুই সংস্থার যৌথ উদ্যোগে গাড়ির প্রযুক্তি, গবেষণা ও বিকাশ করা হবে। তবে এটি কবে লঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি।

WhatsApp Community Join Now

প্রসঙ্গত, ইতিমধ্যে জার্মান ব্র্যান্ড BMW এর সঙ্গে যৌথ ভাবে ইলেকট্রিক টু-হুইলার তৈরি করছে টিভিএস। এবার তিন চাকার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার হুন্ডাইয়ের সঙ্গে হাত মেলাতে চলেছে ভারতীয় সংস্থাটি। উল্লেখ্য, হুন্ডাই বর্তমানে আসন্ন ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে নতুন Creta EV উন্মোচন করার পরিকল্পনা করছে।

অন্যদিকে, টিভিএসও লাস্ট মাইল মোবিলিটির দিকে নজর দিয়েছে। 2025 সালে নিজস্ব ইলেকট্রিক থ্রি-হুইলার চালু করার পরিকল্পনাও নিয়েছে সংস্থা। এই মুহূর্তে থ্রি-হুইলারের বাজারে সবথেকে বেশি মার্কেট শেয়ার মাহিন্দ্রার 40%। তার পর রয়েছে বাজাজ অটো। স্টার্টআপ সংস্থাগুলিও ধীরে ধীরে ইলেকট্রিক থ্রি-হুইলার বাজারে প্রবেশ করতে শুরু করেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন