Hyundai India এবং TVS Motor যৌথভাবে একটি সম্পূর্ণ নতুন ইলেকট্রিক ভেহিকেল আনতে পারে দেশের বাজারে। এটি একটি অল ইলেকট্রিক থ্রি-হুইলার হতে চলেছে। যার নকশা এবং প্রকৌশলের দায়িত্বে থাকবে Hyundai। এবং উৎপাদন করবে TVS। এই উদ্যোগের মাধ্যমে ভারতে ইলেকট্রিক গাড়ির বাজারে দ্রুত প্রসারিত হওয়ার লক্ষ্য হুন্ডাইয়ের।
Hyundai ও TVS মিলে আনছে তিন চাকার EV
সূত্রের দাবি, উভয় ব্র্যান্ডের মধ্যে আলোচনা শুরু হয়েছে। একটি সম্ভাব্য অংশীদারিত্বের ঘোষণা হতে পারে। যেখানে টিভিএস উৎপাদন চুক্তির অধীনে স্থানীয়ভাবে ইলেকট্রিক থ্রি-হুইলার তৈরি করবে। জানা গিয়েছে, হুন্ডাইয়ের মাইক্রো-মোবিলিটি গাড়ির আর্কাটেকচার টিভিএস-এর সঙ্গে ভাগ করা হবে। দুই সংস্থার যৌথ উদ্যোগে গাড়ির প্রযুক্তি, গবেষণা ও বিকাশ করা হবে। তবে এটি কবে লঞ্চ হতে পারে তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, ইতিমধ্যে জার্মান ব্র্যান্ড BMW এর সঙ্গে যৌথ ভাবে ইলেকট্রিক টু-হুইলার তৈরি করছে টিভিএস। এবার তিন চাকার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার হুন্ডাইয়ের সঙ্গে হাত মেলাতে চলেছে ভারতীয় সংস্থাটি। উল্লেখ্য, হুন্ডাই বর্তমানে আসন্ন ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে নতুন Creta EV উন্মোচন করার পরিকল্পনা করছে।
অন্যদিকে, টিভিএসও লাস্ট মাইল মোবিলিটির দিকে নজর দিয়েছে। 2025 সালে নিজস্ব ইলেকট্রিক থ্রি-হুইলার চালু করার পরিকল্পনাও নিয়েছে সংস্থা। এই মুহূর্তে থ্রি-হুইলারের বাজারে সবথেকে বেশি মার্কেট শেয়ার মাহিন্দ্রার 40%। তার পর রয়েছে বাজাজ অটো। স্টার্টআপ সংস্থাগুলিও ধীরে ধীরে ইলেকট্রিক থ্রি-হুইলার বাজারে প্রবেশ করতে শুরু করেছে।