ভারতীয় ইভি টু-হুইলার নির্মাতা Jintendra EV একটি নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে এল। সংস্থার লেটেস্ট মডেলটির নাম Yunik এবং এটি 1.24 লক্ষ টাকায় এদেশে লঞ্চ হয়েছে। ডেলিভারি 15 জানুয়ারি থেকে শুরু হবে। স্কুটারটি 3.8 কিলোওয়াট LMFP রিমুভেবল ব্যাটারির সঙ্গে এসেছে যেটি ফুল চার্জে 118 কিলোমিটার (সার্টিফায়েড রেঞ্জ) ছুটবে বলে দাবি করা হয়েছে। টপ স্পিড প্রতি ঘন্টায় 75 কিলোমিটার।
Jintendra EV ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল ভারতে
জীতেন্দ্র ইভির ইউনিক বৈদ্যুতিক স্কুটারের ফিচার্সের মধ্যে রয়েছে অ্যালয় হুইল, 12 ইঞ্চি টিউবলেস টায়ার, সাইড স্ট্যান্ড সেন্সর, কীলেস স্টার্ট, ইউএসবি চার্জিং পোর্ট, স্মার্ট ডিজিটাল এলইডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ক্রোমআর্ক এলইডি হেডল্যাম্প, এলইডি হেডল্যাম্প, ইগলভিশন এলইডি ব্লিকার। উল্লেখযোগ্য বিষয় হল, এই মডেলে ব্লুটুথ কানেক্টেড ব্যাটারি বর্তমান যা ব্যাটারির তাপমাত্রা বাড়লে চালককে সতর্ক করবে।
অ্যাক্সেসরিজের মধ্যে ক্রেতারা একাধিক অপশন পাবেন। ইউনিক্রাউন নামে একটি স্মার্ট হেলমেট অফার করছে কোম্পানি। এটি ব্লুটুথ কানেক্টিভিটি সহ কল, মিউজিক সাপোর্ট করে। এছাড়া, রিয়ার প্যাসেঞ্জার হেলমেট হোল্ডার, জিনিসপত্র রাখার জন্য বিশেষ ব্যাগ, এবং পাংচার হলে স্কুটার ঠেলার জন্য টুল উপলব্ধ।
এই নতুন ইলেকট্রিক স্কুটার ও ব্যাটারি উভয়েরই উপর তিন বছর বা 50,000 কিলোমিটার ওয়ারেন্টি অফার করা হচ্ছে। কালার অপশন থাকছে পাঁচটি – মিডো গ্রিন, ডাস্ক ব্লু, ফরেস্ট হোয়াইট, ভলকানো রেড, ও ইক্লিপস ব্ল্যাক। সংস্থার বক্তব্য, নতুন মডেলটি 180 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং অর্গোনমিক্যালি ডিজাইন করা সিট সহ নিত্য যাতায়াত এবং দীর্ঘ যাত্রা উভয়ের জন্যই আরাম নিশ্চিত করে।