ভারতের টু-হুইলার মার্কেটে অন্যতম পরিচিত নাম LML খুব শীঘ্রই তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হতে চলেছে। লঞ্চের দিনক্ষণ ঘোষণা না হলেও সংস্থাটি এই বছরেই Star নামে একটি হাই-টেক বৈদ্যুতিক স্কুটি বাজারে আনবে বলে জানা গিয়েছে। গত বছরেই এটির ডিজাইন পেটেন্ট করেছিল এলএমএল। এবার LML Star সরকারের CMVR (সেন্ট্রাল মোটর ভেহিকেল রুলস) সার্টিফিকেশন পেয়েছে।
ওই শংসাপত্রটি নিশ্চিত করে যে এলএমএল স্টার ভারতের কঠোর গুণমান এবং সুরক্ষা মানগুলি পূরণ করবে। আকর্ষণীয় ডিজাইন ছাড়াও, মডেলটির বড় আকর্ষণ হবে রেঞ্জ। এটি ফুল ছার্জে 203 কিলোমিটার ছুটতে পারবে বলে জানা গিয়েছে। পিক পাওয়ার আউটপুট হবে 5.87 কিলোওয়াট। প্রতি ঘন্টায় সর্বাধিক 90 কিলোমিটার গতিতে ছুটতে পারবে।
পারফরম্যান্সের সাথে আপস না করে, পেট্রোল-চালিত টু-হুইলারগুলির পরিবেশ-বান্ধব বিকল্প খুঁজছেন, এমন ক্রেতাদের কাছে স্কুটারটি উপযুক্ত বিকল্প হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এলএমএল কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) যোগেশ ভাটিয়া বলেছেন, “অ্যাডভান্সড ফিচার্স, প্রিমিয়াম ডিজাইন এবং টপ-টায়ার পারফরম্যান্স সহ, LML Star ভারতের ইলেকট্রিক মোবিলিটির জগতকে নতুন করে সংজ্ঞায়িত করতে প্রস্তুত।”
এলএমএল স্টারে স্লিক ডিজাইন, ডুয়াল-টোন বডি, 14 ইঞ্চি চাকা এবং ডিজিটাল ডিসপ্লে রয়েছে যা আধুনিক ও প্রিমিয়াম লুক এনেছে। স্কুটারটিতে রিমুভেবল ব্যাটারিও রয়েছে, যা চার্জ দেওয়া সুবিধাজনক করে তুলবে। নিরাপত্তার জন্য, এই স্কুটারে টায়ার প্রেসার মনিটরিং, হিল হোল্ড অ্যাসিস্ট, রিভার্স মোড এবং ABS-এর মতো বৈশিষ্ট্য পাওয়া যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.