মারুতি সুজুকি আজ জনপ্রিয় MPV (মাল্টি পারপাস ভেহিকল) ইকো গাড়ির ২০২৫ ( Maruti Eeco 2025) মডেল লঞ্চ করল। নয়া মডেলে নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে। আগের তুলনায়, নতুন ইকোতে ৬টি এয়ারব্যাগ পাওয়া যাবে। আসলে মারুতি সুজুকি তাদের প্রতিটি গাড়ি আরও নিরাপদ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, যেমনটি তাদের অন্যান্য মডেল যেমন Alto K10, Brezza এবং Celerio-তে দেখা গেছে।
নতুন ইকোতে শুধু এয়ারব্যাগই নয়, প্রতিটি সিটের জন্য তিন-বিন্দু সিটবেল্ট এবং সামনে সিটগুলিতে প্রি-টেনশনর ও ফোর্স লিমিটারও যোগ করা হয়েছে। এর পাশাপাশি, আগের মতো ABS, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ESC), EBD এবং সিটবেল্ট রিমাইন্ডার ফিচারও পাওয়া যাবে। এসব উন্নত নিরাপত্তা ফিচার গাড়ির যাত্রীদের জন্য আরও বেশি সুরক্ষা নিশ্চিত করবে।
২০২৫ সালের ইকোতে একটি বড় পরিবর্তন হলো ৭-সিটার ভার্সনটি বন্ধ করা হয়েছে। তার পরিবর্তে নতুন দুটি ৬-সিটার ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যেখানে সেকেন্ড রোতে ক্যাপ্টেন সিট দেওয়া হয়েছে। এতে যাত্রীদের আরাম আরও বাড়বে, বিশেষ করে দীর্ঘ যাত্রার জন্য। ৫-সিটার ভ্যারিয়েন্ট আগের মতোই থাকবে, তবে এখন বুটে লাগেজ রিটেনশন ফিচার যুক্ত করা হয়েছে, যা দুর্ঘটনার সময় মালপত্রকে ছড়িয়ে ছিটিয়ে যেতে দেবে না।
ডিজাইনের দিক থেকে বিশেষ কোন পরিবর্তন করা হয়নি। বাইরের আকৃতি ও ভেতরের ড্যাশবোর্ড আগের মতোই রয়েছে, তবে কিছু ছোটখাটো পরিবর্তন যেমন পিলার ট্রিম ও রুফ লিনার আপডেট করা হয়েছে।
মারুতি ইকোর ইঞ্জিনে কিছু গুরুত্বপূর্ণ আপডেট করা হয়েছে। নতুন ইকোতে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন থাকছে, যা ৮০ হর্সপাওয়ার (hp) শক্তি উৎপন্ন করে এবং এটি E20 ফুয়েলের সাথে কাজ করার জন্য আপডেট করা হয়েছে। এর পাশাপাশি, ৫-সিটার ভার্সনে ৭০ হর্সপাওয়ার শক্তির সিএনজি ভ্যারিয়েন্টও পাওয়া যাবে, তবে ৬-সিটার ভার্সন শুধুমাত্র পেট্রোল ইঞ্জিনের সাথে এসেছে।
নতুন মারুতি সুজুকি ইকো ২০২৫ মডেলের দাম এখনও ঘোষণা করা হয়নি। অনুমান করা হচ্ছে এর এক্স শোরুম দাম ৫.৪৪ লাখ থেকে ৬.৪০ লাখ টাকা থেকে শুরু হতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.