বর্তমানে ভারতের বেস্ট সেলিং প্যাসেঞ্জার ইলেকট্রিক ভেহিকেল Windsor EV-এর দাম 50,000 টাকা বাড়ানোর ঘোষণা করল নির্মাতা সংস্থা JSW MG Motor India। গাড়িটির প্রতিটি ভ্যারিয়েন্টেই প্রারম্ভিক মূল্য এবং বিনামূল্যে চার্জ দেওয়ার সুবিধা বন্ধ করে দিয়েছে তারা। যখন Windsor EV প্রথম লঞ্চ হয়েছিল, কোম্পানি জানিয়েছিল যে 10,000 ইউনিট ডেলিভারি না হওয়া পর্যন্ত বা 31 ডিসেম্বর, 2024 পর্যন্ত প্রারম্ভিক দাম চালু থাকবে।
দাম বৃদ্ধির ফলে গাড়ির বেস এক্সাইট ভ্যারিয়েন্টের জন্য দাম এখন 13.99 লক্ষ টাকা থেকে শুরু হচ্ছে। যেখানে মিড-স্পেক এক্সক্লুসিভ ট্রিম ও টপ-স্পেক এসেন্স ভ্যারিয়েন্টের নতুন দাম যথাক্রমে 14.99 লক্ষ টাকা ও 15.99 লক্ষ টাকা। উল্লেখ্য, এখানে দেওয়া সমস্ত দাম এক্স-শোরুমের।
জানিয়ে রাখি, প্রথম দিকের ক্রেতারা এমজি ই-হাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিনা খরচে চার্জ করার সুবিধা পেতেন। নতুন ক্রেতারা অবশ্য সেই ফেসিলিটি পাবেন না। সুযোগ-সুবিধা কমালেও এমজি উইন্ডসর ইভির ব্যাটারিতে (প্রথম মালিকের জন্য) আজীবন ওয়ারেন্টি মিলবে। আর পরবর্তী মালিকরা আট বছর অথবা 1,60,000 কিলোমিটার ওয়ারেন্টি পাবেন।
এমজি উইন্ডসর গাড়িতে 38 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। এটি ফুল চার্জে সর্বাধিক 332 কিলোমিটার রেঞ্জ সরবরাহ করবে। ডিসি ফাস্ট চার্জারে 55 মিনিটের মধ্যে 0-80 শতাংশ চার্জ হয়ে যাবে ।গাড়ির ব্যাটারি ও ইলেকট্রিক মোটর সর্বোচ্চ 135 হর্সপাওয়ার এবং 200 এনএম টর্ক তৈরি করতে পারে। ভারতের বাজারে টাটা কার্ভ ইভি, টাটা নেক্সন ইভি-এর সঙ্গে গাড়িটির প্রতিযোগিতা চলে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.