দেশে বাইকের বাজারে, বিশেষত অ্যাডভেঞ্চার বাইক, Royal Enfield Himalayan বেশ জনপ্রিয় মডেল। প্রচুর মানুষের পছন্দের বাইক এটি। এবার জানা গিয়েছে, হিমালয়ানের 750 সিসি এডিশন আনছে কোম্পানি। শীঘ্রই শুরু হতে পারে উৎপাদন। বাইকওয়ালে’র রিপোর্ট অনুযায়ী, বাইকটি সম্ভবত লঞ্চ হতে পারে 2026 সালে।
রয়্যাল এনফিল্ড হিমালয়ান অ্যাডভেঞ্চার বিশ্বজুড়ে জনপ্রিয়। ইতিমধ্যেই বাইকটির 450 সিসি মডেল হাজির করেছে কোম্পানি। বহু গ্রাহক সেটি পছন্দ করেছেন। এক ধাপ এগিয়ে এবার 750 সিসির উপর কাজ শুরু করল এনফিল্ড। বর্তমানে সর্বাধিক 650 সিসির বাইক বিক্রি করে থাকে কোম্পানি। কিন্তু, আগামী পরিকল্পনা দেখে মনে হচ্ছে এবার 700 সিসি ও তার অধিক বাইকের বাজারে পা রাখতে চলেছে রয়্যাল এনফিল্ড।
নতুন হিমালয়ানকে “প্রোজেক্ট R2G” নাম দিয়েছে কোম্পানি। এই বাইকে থাকবে USD ফর্ক সাসপেনশন, দুটি চাকায় ডবল ডিস্ক ব্রেক। প্রথম রয়্যাল এনফিল্ড বাইক হিসাবে এই বৈশিষ্ট্য পাওয়া যাবে। 19-17 ইঞ্চি স্পোক হুইল-সহ আসবে এটি। কেউ কেউ দাবি করছেন, এটি Interceptor 650 এর নেক্সট জেনারেশন বাইক। নতুন হিমালয়ানে থাকবে 750 সিসি ডবল সিলিন্ডার ইঞ্জিন, যা 50 এর হর্সপাওয়ার উৎপন্ন করতে পারবে বলে অনুমান।
এছাড়াও, TFT ইনস্ট্রুমেন্ট কনসোল, LED লাইটিং, নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি এই সমস্ত ফিচার্স তো থাকবেই। যদিও এটির নাম শুধু রয়্যাল এনফিল্ড হিমালয়ান রাখা হবে নাকি অন্য কিছু, তা এখনও স্পষ্ট নয়। বাইকটি লঞ্চ হলে স্বাভাবিক ভাবেই রয়্যাল এনফিল্ড প্রেমীদের মধ্যে উত্তেজনা তৈরি হবে। বাইকের বৈশিষ্ট্য ও লুকের পাশাপাশি, তার দামের উপর বিশেষ নজর থাকবে।