Ola Electric আগামীকাল তাদের থার্ড জেনরেশন বা Gen 3 বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করতে চলেছে। সংস্থার বর্তমান মডেলগুলি এই নতুন প্ল্যাটফর্মে আপগ্রেড হবে। গত বছরের মাঝামাঝি সময়ে প্রথমবার এই প্ল্যাটফর্ম টিজ করেছিল ওলা। সংস্থার নতুন স্কুটারগুলি কেমন হবে, সেই সম্পর্কে তথ্য সেভাবে সামনে আসেনি। তবে বর্তমান মডেলগুলির তুলনায় অনেক বেশি দক্ষ, উন্নত এবং হালকা হবে বলে আশা করা যায়।
অফিসিয়াল লঞ্চের আগেই Ola Electric Gen 3 স্কুটারগুলির দাম ফাঁস হয়ে গিয়েছে। একটি অটো পোর্টালের রিপোর্টে দাবি করা হয়েছে যে S1X 2kWh (কিলোওয়াট আওয়ার) মডেলটির দাম ৭৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) হবে। এটি সবথেকে সস্তা থার্ড জেন ইলেকট্রিক স্কুটি। অন্যদিকে, সবচেয় দামি মডেল হবে S1 Pro। এটির মূল্য ১.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হবে।
স্কুটারটি 4kWh এবং 3kWh ব্যাটারি অপশনেও উপলব্ধ হবে। এগুলির দাম যথাক্রমে ১.৫ লক্ষ এবং ১.২৯ লক্ষ (এক্স-শোরুম) হবে বলে জানা গিয়েছে। প্রতিটি মডেলে মোটর, ব্যাটারি এবং ইলেকট্রনিক্সকে এক ইউনিটে সংহত করার জন্য ব্যাটারি কাঠামোকে পরিমার্জিত করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। টিজার ফটোতে একটি অ্যালুমিনিয়াম ফ্রেম দেখানো হয়েছে। অর্থাৎ এটি প্রোডাকশন ভেরিয়েন্টে থাকবে।
ওলা ইলেকট্রিক দাবি করেছে, Gen 3 প্ল্যাটফর্মে প্রসেসরের সংখ্যা একে নামিয়ে আনতে পেরেছে তারা। যেখানে Gen 1-এ দশ এবং Gen 2-এ চারটি ছিল। ফলে তারের জটিলতা থেকে মুক্তি পাওয়া যাবে। Gen 3 রেঞ্জ বর্তমান জেনারেশনের ফিচার্সকেই এগিয়ে নিয়ে যাবে। তবে এতে উন্নত টিএফটি ডিসপ্লে যোগ হবে। এছাড়া, স্কুটারের সফটওয়্যারও আপগ্রেড হতে পারে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.