Sony ও Honda জুটি বেঁধে তাদের নতুন ইলেকট্রিক গাড়ি Afeela 1 আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করল। লাস ভেগাসে কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে বৈদ্যুতিক গাড়িটির দাম ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, 2020 সালে তাদের প্রথম ইভি সামনে এনেছিল সনি। 2023 সালে হোন্ডার সঙ্গে জয়েন্ট ভেঞ্চার বা যৌথ সংস্থা গঠনের পর গাড়িটির নামকরণ করা হয় আফিলা। বিগত পাঁচ বছর ধরে সনি আফিলার ডেভেলপমেন্ট চলেছে বলে জানা গিয়েছে।
Sony Afeela 1 EV দাম
সনি আফিলা 1 ইভি দুই ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আফিলা 1 অরিজিন ট্রিমের দাম রাখা হয়েছে 89,900 ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় 77 লক্ষ টাকা। অন্যদিকে, আফিলা 1 সিগনেচার মডেলটির দাম 1,02,900 ডলার। টাকার অঙ্কে যা প্রায় 88 লক্ষ। প্রাথমিক পর্যায়ে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের কাছে সনির এই গাড়ি উপলব্ধ হবে। 2026 থেকে ডেলিভারি। অন্যান্য দেশ বা ভারতে কবে লঞ্চ হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি।
Sony Afeela 1 EV ব্যাটারি, রেঞ্জ, ফিচার্স
সনি আফিলা গাড়িটি ডুয়াল-মোটর সেটআপ এবং অল-হুইল-ড্রাইভ কনফিগারেশনে এসেছে। উভয় মোটর 241 এইচপি ক্ষমতা উৎপাদন করে। ইউনাইটেড স্টেটস ইপিএ অনুসারে, গাড়িটিতে 91 কিলোওয়াট আওয়ার (kWh) ব্যাটারি প্যাক থাকবে এবং 482 মাইল রেঞ্জ অফার করবে। গাড়িটি 150 কিলোওয়াট ডিসি চার্জিং সাপোর্ট করবে।
আফিলাকে চার চাকার স্মার্টফোনও বলা যায়। কারণ গাড়ির ভিতরে বিশাল স্ক্রিন এবং প্রচুর প্রযুক্তি রয়েছে। প্রোটোটাইপ মডেলে PS5 কন্ট্রোলার থাকলেও চূড়ান্ত মডেলে এটির উপস্থিতি নিশ্চিত করা হয়নি। বিশেষ ফিচার্সের মধ্যে থাকছে ইমার্সিভ 3D ম্যাপ, অটোমেটিক পাওয়ার ডোর, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম, 5G কানেক্টিভিটি, লেভেল টু ADAS টেক, AI চালিত পার্সোনাল অ্যাসিস্ট্যান্স, ইত্যাদি।