কয়েক দিনের মধ্যে নতুন গাড়ি কিনতে চাইলে সুখবর। আসলে, টাটা মোটরস তাদের স্পোর্টি লুকের হ্যাচব্যাক আলট্রোজ রেসারের (Tata Altroz Racer) উপর এপ্রিল মাসে লক্ষ লক্ষ টাকার ডিসকাউন্ট দেওয়ার ঘোষণা করেছে। ক্রেতারা এই সময়ে Tata Altroz Racer গাড়িটি 1,35,000 টাকা পর্যন্ত ছাড়ে কিনতে পারবেন।
এই অফারের মধ্যে ক্যাশ ডিসকাউন্ট ছাড়াও এক্সচেঞ্জ বোনাসের সুবিধা আছে। ডিসকাউন্টের বিষয়ে আরও তথ্য জানার জন্য ক্রেতারা তাদের নিকটতম ডিলারশিপের সাথে যোগাযোগ করতে পারেন। আর মনে রাখবেন, ডিলার ও স্টকের ভিত্তিতে ডিসকাউন্টের পরিমাণ নির্ভর করবে।
টাটা আলট্রোজ রেসার R1, R2 এবং R3 ভ্যারিয়েন্টে উপলব্ধ। এতে 10.25-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে কানেক্টিভিটি, 7-ইঞ্চি ফুল ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে এবং ভেন্টিলেটেড ফ্রন্ট সিট পাওয়া যাবে। ভারতীয় বাজারে টাটা আলট্রোজ রেসারের প্রতিযোগিতা হুন্ডাই i20 N লাইনের সাথে হয়ে থাকে।
সেফটির জন্য আলট্রোজ রেসারে স্ট্যান্ডার্ড 6-এয়ারব্যাগ, 360-ডিগ্রী ক্যামেরা এবং রিয়ার পার্কিং সেন্সরও দেওয়া হয়েছে। পাওয়ারট্রেনের কথা বললে টাটা আলট্রোজ রেসারে 1.2-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন উপস্থিত যা ১২০ বিএইচপি পাওয়ার এবং ১৭০এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। ভারতীয় বাজারে টাটা আলট্রোজ রেসারের এক্স-শোরুম দাম 9.50 লাখ টাকা থেকে শুরু হয় এবং টপ মডেলের মূল্য 11 লাখ টাকা পর্যন্ত।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.