কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, ২০৭০ সালের মধ্যে নির্গমণ একদম শূন্য করে ফেলা। সেই পরিকল্পনা সফল করতে ভারতের প্রথম কোম্পানি হিসেবে টাটা মোটরস (Tata Motors) দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রাক উন্মোচন করল। ইতিমধ্যে এই ট্রাকের ট্রায়াল পর্ব শুরু করেছে টাটা মোটরস। ট্রাকটি উদ্বোধন করেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। হাইড্রোজেন চালিত মোট ১৬টি ট্রাক আনার কথা ঘোষণা করেছে কোম্পানি।
টাটা মোটরসের দাবি, এই পদক্ষেপ সরকারের কার্বনমুক্ত পরিকল্পনা পথ আরও প্রশস্ত করবে। জানা গিয়েছে, এই ১৬টি ট্রাক গুরুত্বপূর্ণ মালবাহী করিডোর জুড়ে ব্যবহার করা হবে। যার মধ্যে রয়েছে মুম্বাই, পুনে, দিল্লি-এনসিআর, সুরাট, ভদোদরা, জামশেদপুর এবং কলিঙ্গনগরের আশেপাশের রুটগুলি। আগামী ২৪ মাস পর্যন্ত চলবে এই ট্রায়াল। এই ট্রাকে ব্যবহার করা হয়েছে নতুন যুগের হাইড্রোজেন অভ্যন্তরীণ দহন ইঞ্জিন (H2-ICE) এবং জ্বালানি কোষ (H2-FCEV) প্রযুক্তি।
টাটা মোটরসের দাবি, এই ট্রাকগুলিতে হাইড্রোজেন অভ্যন্তরীণ দহন ইঞ্জিন (H2-ICE) ছাড়াও রয়েছে হাইড্রোজেন ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকেল (FCEV)। দু’ধরনের ট্রাক আনা হয়েছে – একটির নাম H.55S Prima Movers, আর একটি Tata Prima H.28। কোম্পানি আরও জানিয়েছে, ৩০০ থেকে ৫০০কিলোমিটারের অপারেশনাল রেঞ্জ পাওয়া যাবে এই ট্রাকে। ড্রাইভারকে আরামে রাখা এবং ক্লান্তি কমানোর জন্য বিশেষ বৈশিষ্ট্য এবং উন্নত ড্রাইভার সহায়তা সুরক্ষা ব্যবস্থা থাকবে।
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এই বিষয়ে বলেন, “হাইড্রোজেন ভবিষ্যতের জ্বালানি, যার অপরিসীম সম্ভাবনা রয়েছে ভারতের পরিবহন খাতকে কার্বন নির্গমন হ্রাস করে এবং জ্বালানি স্বনির্ভরতা বৃদ্ধি করে রূপান্তরিত করার। হাইড্রোজেন-চালিত পরিবেশবান্ধব এবং স্মার্ট পরিবহন সক্ষম করার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপে নেতৃত্ব দেওয়ার জন্য আমি টাটা মোটরসকে অভিনন্দন জানাই।”
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.