২০ হাজার টাকার কমে Samsung, Redmi, Vivo, OnePlus ও Realme-র সেরা স্মার্টফোন দেখে নিন

এখন বাজারে কম দামে বিভিন্ন ব্র্যান্ডের ভালো ভালো ফোন রয়েছে। তবে বিকল্প বেশি থাকার কারণে ঠিক কোন মডেলটি বেছে নেওয়া উচিত সেটা বোঝা যথেষ্ট কঠিন কাজ। তাই এই কারণে আপনি যদি দ্বিধা দ্বন্দে থাকেন, তাহলে আমরা আছি আপনাকে গাইড করতে। এই প্রতিবেদনে আমরা এমন কয়েকটি জনপ্রিয় তথা ফিচারে ঠাসা স্মার্টফোনের কথা বলবো, যেগুলির দাম ২০ হাজার টাকার কম। আর এই ডিভাইসগুলি অ্যামাজন থেকে কেনা যাবে।
২০০০০ টাকার মধ্যে ভালো স্মার্টফোন
Samsung Galaxy M36 5G
সদ্য বাজারে আসা এই স্যামসাং ফোনে আছে ‘সার্কল টু সার্চ’ সহ একাধিক AI ফিচার। এর ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস, ফলে ছোটখাটো ধাক্কায় তেমন কিছু হওয়ার আশঙ্কা কম। ক্যামেরা বিভাগে আছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার সেটআপ। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। এতে ৬ বছর পর্যন্ত সফটওয়্যার আপডেট আসবে।
Redmi Note 14 5G
রেডমি নোট ১৪ ৫জি স্মার্টফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ আল্ট্রা প্রসেসর, যা একাধিক অ্যাপ চালানো বা হালকা গেমিংয়ের ক্ষেত্রে দক্ষ। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ২১০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে Sony-এর ৫০ মেগাপিক্সেল সেন্সর, যার সঙ্গে OIS ও EIS সাপোর্টও আছে।
Realme Narzo 80x 5G
রিয়েলমি নারজো ৮০এক্স ৫জি ডিভাইসটি ডাইমেনসিটি ৬১০০ ৫জি চিপসেট দ্বারা চালিত। এই প্রসেসরটিও সাধারণ কাজকর্ম ভালো ভাবে করতে পারে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ৬০০০ এমএএইচ, যা দিনভর অনায়াসে চলবে। আর এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় ডিভাইসটি দ্রুত চার্জ হয়ে যাবে। উপরন্তু, এতে IP69 ওয়াটারপ্রুফ রেটিং উপস্থিত।
Vivo Y39 5G
ছবি তুলতে ভালোবাসলে ভিভো ওয়াই৩৯ ৫জি একটি দুর্দান্ত অপশন। এই হ্যান্ডসেটে আছে ৫০+২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, আর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিভাইসটি ৬.৬৮ ইঞ্চি ডিসপ্লে, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। এতে দেওয়া হয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি।
OnePlus Nord CE 4 Lite 5G
বাজেটের মধ্যে যারা ওয়ানপ্লাস ফোন খোঁজ করে এটা তাদের জন্য। এই স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড স্ক্রিন উপস্থিত। ক্যামেরাতে OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর আছে। আর ডিভাইসটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৮০ ওয়াট সুপারভোক চার্জিং সাপোর্ট করে।