টাটা মোটরস তার আইকনিক Sierra মডেলকে ভারতীয় বাজারে ইলেকট্রিক রূপে আনার জন্য প্রস্তুত। Tata Sierra EV নতুন অবতারে 2023 সালে অটো এক্সপোতে প্রদর্শিত হয়েছিল। এবার আসন্ন ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এ টাটা সিয়েরার নয়া সংস্করণ দেখা যাবে। এই নতুন প্রজন্মের Tata Sierra গাড়ি ICE এবং EV ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে।
টাটা সিয়েরা ইভির অফিশিয়াল লঞ্চ সম্ভবত 2025-এর মাঝামাঝি সময়ে হতে পারে। তার পর বাজারে আসবে গাড়ির পেট্রল মডেল। লঞ্চের পরে, SUV সেগমেন্টে Tata Sierra EV এবং ICE সংস্করণ ভারতীয় যাত্রীবাহী গাড়ির বাজারে সবচেয়ে আকর্ষণীয় দুটি মডেল হতে পারে বলে আশাবাদী কোম্পানি।
গত অটো এক্সপোতে প্রদর্শিত কনসেপ্ট মডেলের অনুরূপ সংস্করণ হতে চলেছে গাড়িটি। ইতিমধ্যে Sierra EV-এর প্রোটোটাইপ রাস্তায় পরীক্ষা করতে দেখা গেছে। একাধিক বৈশিষ্ট্যযুক্ত আধুনিক SUV হতে চলেছে এই গাড়ি। মিলবে অটোমেটিক প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড আসন, ডুয়াল-জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, লেভেল 2 ADAS, ডুয়াল ইনফোটেইনমেন্ট সেটআপ, 360 ডিগ্রি ক্যামেরা, ইত্যাদি।
আসন্ন সিয়েরা ইভি কোম্পানির Acti.EV প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হবে। এটি অল-হুইল-ড্রাইভ (AWD) এবং রিয়ার-হুইল-ড্রাইভ (RWD) দুই বিকল্পই পাওয়া যাবে। যদিও টাটা মোটরস এখনও ব্যাটারি স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে আশা করা হচ্ছে, একটি শক্তিশালী ব্যাটারি প্যাক-সহ উপলব্ধ হবে, যা এক চার্জে প্রায় 500 কিলোমিটার রেঞ্জ দিতে পারবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.