অটোকার

নতুন ইঞ্জিনের সঙ্গে দুর্ধর্ষ Apache বাইক আনছে TVS, কবে লঞ্চ হবে জেনে নিন

Published on:

tvs apache rtx adventure bike may launch in festive season this year

স্পোর্টস বাইক থেকে শুরু করে হাই-পারফরম্যান্স স্কুটার, বর্তমানে সব ধরনের টু-হুইলার রয়েছে TVS মোটর কোম্পানির ঝুলিতে। তবে অভাব ছিল একটাই, আর সেটা হল অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের। যদিও চলতি বছরেই সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে Apache RTX 300। এটি টিভিএস-এর সর্বপ্রথম অ্যাডভেঞ্চার বাইক হতে চলেছে। সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু না বললেও উৎসবের মরসুমে লঞ্চ হওয়ার জল্পনা শোনা যাচ্ছে।

TVS Apache RTX 300 আগস্ট-সেপ্টেম্বর অথবা সেপ্টেম্বর-অক্টোবরে ক্রেতাদের কাছে উপলব্ধ হতে পারে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। উল্লেখ্য, গত মাসে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে বাইকটির দর্শন পাওয়া গিয়েছিল। সংস্থার প্যাভিলিয়নে কয়েক ঘন্টার জন্য প্রদর্শন করা হয়েছিল। তারপর সরিয়ে নেওয়া হয়। ছবি দেখে যেমন ডিজাইনের ধারণা পাওয়া গিয়েছে, তেমনই প্রচুর ডিটেলস সামনে এসেছে।

টিভিএস অ্যাপাচি আরটিএক্স ৩০০ দেখতে অনেকটা এর ডুকাটি বা ট্রায়াম্ফের অ্যাডভেঞ্চার বাইকের মতো। সেমি-ফেয়ার্ড ডিজাইন, লম্বা উইন্ডস্ক্রিন এবং সামনে সোনালী ইউএসডি ফর্ক নজর কেড়ে নেয়। বাইকটিতে কোম্পানির নতুন আরটি-এক্সডি৪ ইঞ্জিন ব্যবহার হবে। ৩০০ সিসির এই লিকুইড কুলড ইঞ্জিনটি ৯,০০০ আরপিএমে ৩৪ হর্সপাওয়ার এবং ৭,০০০ আরপিএমে ২৮.৫ এনএম টর্ক তৈরি করবে। এটি সিক্স স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত।

টিভিএসের নতুন অ্যাডভেঞ্চার বাইকে একাধিক রাইড মোড, রাইড-বাই-ওয়্যার থ্রটল, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, এলইডি লাইটিং, সুইচেবল ডুয়াল-চ্যানেল এবিএস-এর মতো নানা অত্যাধুনিক ফিচার্স থাকবে বলে আশা করা যায়। দাম শুরু হতে পারে ২.৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। এই সেগমেন্টে KTM 250 Adventure এর সাথে প্রতিযোগিতা করবে Apache RTX 300।