যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ভারত মোবিলিটি এক্সপো ২০২৫ ইভেন্টের প্রথম দিনেই আত্মপ্রকাশ করল TVS-এর প্রথম অ্যাডভেঞ্চার বাইক Apache RTX। এই মোটরসাইকেল নিয়ে মানুষের প্রত্যাশা ছিল অনেক। বাইকটির হাত ধরে ভারতের অ্যাডভেঞ্চার ট্যুরার সেগমেন্টে পা রাখল দেশীয় সংস্থাটি। এই ধরনের টু-হুইলার মার্কেটে বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে Royal Enfield Himalayan, Suzuki V-Strom SX, and Hero Xpulse-এর মতো মডেল। এদেরকে চ্যালেঞ্জ জানাবে TVS Apache RTX।
TVS Apache RTX ডিজাইন ও ফিচার্স
টিভিএস অ্যাপাচি আরটিএক্স-এর ডিজাইনের সঙ্গে ডুকাটি বা ট্রায়াম্ফের অ্যাডভেঞ্চার বাইকের মিল খুঁজে পাবেন অনেকেই। সেমি-ফেয়ার্ড স্টাইলিং ও সামনে সোনালী ইউএসডি ফর্ক বাইকটিকে দুর্দান্ত লুকস দিয়েছে। অটো এক্সপো-তে প্রদর্শিত মডেলটি প্রচুর অ্যাক্সেসরিজে সজ্জিত ছিল। এলইডি লাইটিং, বড় উইন্ডস্ক্রিন, ডুয়াল-টোন কালার স্কিম, এবং স্মার্ট লুকিং আন্ডারবেলি প্যান এই বাইকের হাইলাইট।
TVS Apache RTX: ইঞ্জিন ও গিয়ারবক্স
অ্যাপাচি আরটিএক্স কোম্পানির নতুন আরটি-এক্সডি৪ ইঞ্জিন দ্বারা পরিচালিত। এই ব্র্যান্ড-নিউ ৩০০ সিসির লিকুইড কুলড ইঞ্জিন সর্বাধিক ৩৪ হর্সপাওয়ার এবং ২৮.৫ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। আরটিএক্স টিভিএস-এর প্রথম মোটরসাইকেল যা ওই ইঞ্জিনের সঙ্গে বাজারে আসবে। রাইড-বাই-ওয়্যার প্রযুক্তি ও ছয় গতির গিয়ারবক্সের সাথে যুক্ত রয়েছে ইঞ্জিনটি।
TVS Apache RTX: দাম
টিভিএস অ্যাপাচি আরটিএক্স মডেলটির উপর থেকে শুধু পর্দা সরানো হয়েছে। বিস্তারিত স্পেসিফিকেশন এখনও প্রকাশ হয়নি। বাইকটির দাম ২.৫০ লক্ষ টাকা থেকে ২.৬০ লক্ষ (এক্স-শোরুম) টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়। এটি চলতি বছর পুজোর মরসুমে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে পারে।